শিরোনাম

প্রচ্ছদ /   যার একটি কথায় কলকাতা দল থেকে বাদ দেয়া হয়েছে সাকিবকে

যার একটি কথায় কলকাতা দল থেকে বাদ দেয়া হয়েছে সাকিবকে

Avatar

মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১

প্রিন্ট করুন

আইপিএলে এখন পর্যন্ত ৬ টি ম্যাচ হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের। নিজেদের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছিল তারা। এরপর টানা ৪ পরাজয়ের পর অবশেষে আজকে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে নিজেদের ২য় জয় পেয়েছে ইয়ন মরগানের কোলকাতা।

টানা ৪ পরাজয়ের পাশাপাশি অধিনায়কের বাজে ফর্মের কারনে গুঞ্জন ছিল মরগান কে বদলে নতুন কাউকে অধিনায়ক করার। গত ৫ ম্যাচ হতে মাত্র ৪৫ রান আসে অধিনায়ক ইয়ন মরগানের ব্যাটে।

তবে আজকে পাঞ্জাবের বিরুদ্ধে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের বিরুদ্ধের মত ভুল আর করেনি। এবার অধিনায়কের দৃঢ় ব্যাটে ভর করেই ছোট লক্ষ্য টপকে যায় ৫ উইকেটে। অধিনায়কের ব্যাট হতেই আসে ৪৭ রান।

এদিকে টানা পরাজয়ের পরেও কেন সাকিব আল হাসান চান্স পাচ্ছিলো না এই নিয়ে গুঞ্জন চলছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও বিদেশী কোটায় থাকা কেউই খুব ভালো করতে পারছিলো না, বিশেষ করে অধিনায়ক মরগান। তার এরকম অফ ফর্মের পাশাপাশি দলের ব্যর্থতায় মনেই হচ্ছিল তাকে বদলে নতুন কাউকে আনা হবে। কিন্তু তবুও কোন সুযোগ মেলে নি কারও।

অথচ টানা হারের পরেও দলে এত খেলোয়াড় থাকতে কোন পরিবর্তনই আনতে চান নি মরগান। এমনকি টানা ৪ হারের পরেও গত ৩ ম্যাচে একই একাদশ নিয়ে নেমেছে কলকাতা নাইট রাইডার্স।

আজকের ম্যাচে একই একাদশ নিয়ে নামার সময় কোলকাতার অফিশিয়াল পেজ থেকে একাদশ দিয়ে ক্যাপশন দেয়া হয় ‘ মরগান স্টিকস উইথ দ্য সেম ইলেভেন’। এতে বুঝাই যাচ্ছে মরগান এই একাদশ কে চাচ্ছে যেখানে জায়গা হচ্ছে না সাকিব আল হাসানের।

টুর্নামেন্টের শুরুর তিন ম্যাচ থেকে প্রথম ম্যাচ বাদে বাকি দুই ম্যাচ টানা হারের পর নাইটদের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম জানিয়ে দিয়েছিলেন একাদশে থাকতে পারছেন না সাকিব। ফলে দলটির চতুর্থ ম্যাচে সাকিবকে রাখা হয়েছিল একাদশের বাইরে। এবার জানা গেল সাকিবকে দলের বাইরে রাখার ব্যাপারে কলকাঠি নাড়ছেন অধিনায়ক মরগান।

কলকাতার তাই সাকিব কে ছাড়া সেরা একাদশ:-

কলকাতা নাইট রাইডার্স:- নিতিশ রানা, সুবমান গিল, রাহুল ত্রিপাতি, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেট কিপার), সুনীল নারিন, প্যাট কামিন্স, সিবাম মাভি, প্রসীদ কৃষ্ণা, ভরুন চক্রবর্তী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন