শিরোনাম

প্রচ্ছদ /   বিকাল ৪ চায় নয় পাঞ্জাবের বিপক্ষে আজকে যখন মাঠে নামছে সাকিবের কলকাতা

বিকাল ৪ চায় নয় পাঞ্জাবের বিপক্ষে আজকে যখন মাঠে নামছে সাকিবের কলকাতা

Avatar

সোমবার, এপ্রিল ২৬, ২০২১

প্রিন্ট করুন

পরিবর্তন হচ্ছে আইপিএলের ভ্যানু, আজকের ২১ তম আইপিএলের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স। ভ্যানু পরিবর্তনের সাথে সাথে জয়ের লক্ষ্যে কলকাতা একাদশেও আসতে যাচ্ছে পরিবর্তন।

এবারের আইপিএলে যেন নিজেদের ভাগ্যের চাকা ঘুরছেই না কোলকাতা নাইট রাইডার্সের। নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর এখন পর্যন্ত টানা হেরেছে ৪ টি ম্যাচে। এতটাই বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যে গত ম্যাচে তলানীতে থাকা রাজস্থানের কাছেই ম্যাচ হেরে বসেছে তারা।বর্তমানে পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স।

অন্যদিকে পাঞ্জাবের প্রথম জয়ের পর টানা হারলেও শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স কে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের ফিরিয়ে এনেছে তারা। দারুন ফর্মে আছে অধিনায়ক কে এল রাহুল। অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ২য় স্থানে আছে তিনি। এছাড়াও তাদের বোলার রবি বিষ্ণয় গত ম্যাচে সুযোগ পেয়েই অসাধারন বোলিং করেছে যা তাদের জন্য বাড়তি পাওনা।

অন্যদিকে নাইটদের হয়ে প্রথম তিন ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে কিছুটা পারুর্ম করলেও যা যেন ঠিক যুতসই হচ্ছিলো না। ফলে তাকে একাদশ থেকে বাইরে রেখে দলে নেয়া হয় ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারাইনকে। নারাইন অবশ্য সাকিবের চেয়ে বাজে পারফরম্যান্স করেছেন দুই ম্যাচেই। ফলে আবারও ভাগ্য ফেরাতে একাদশে যুক্ত হতে পারে সাকিবের নাম।

অন্যদিকে কলকাতার অধিনায়ক ইয়ন মরগানের অধিনায়কত্বেও আসতে পারে পরিবর্তন। তার কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে শেষ পর্যন্ত কাকে দেয়া হয় দায়িত্ব সেটা জানতে হলে করতে হবে অপেক্ষা।

উল্ল্যেখ্য আজকে আইপিএলের মাত্র একটি ম্যাচ হওয়ায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায় ও ভারতের সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে।

এক নজরে দেখে নেয়া যাক পাঞ্জাবের বিপক্ষে কলকাতার সম্ভাব্য সেরা একাদশ

নিতিশ রানা, শুভম্যান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, দীনেশ কার্তিক, লকি ফার্গুসন/প্যাট কামিন্স, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী এবং প্রশিধ কৃষ্ণা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন