শিরোনাম

প্রচ্ছদ /   তামিম ৭০ লাখ দেখেনিন পিএসএলের নিলামে সাকিব লিটনরা কে কত পাচ্ছে

তামিম ৭০ লাখ দেখেনিন পিএসএলের নিলামে সাকিব লিটনরা কে কত পাচ্ছে

Avatar

রবিবার, এপ্রিল ২৫, ২০২১

প্রিন্ট করুন

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর চলতি আসরের জন্য নাম লিখিয়েছে বাংলাদেশের ৫ জন ক্রিকেটার। গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় পাকিস্তান সুপার লিগের এবারের আসর। কিন্তু করবোনা ভাইরাসের কারণে শেষ পর্যন্ত স্থগিত হয় এবারের আসর।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ জুন থেকে শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ। তবে ওই সময় আরো অনেক টুর্নামেন্ট থাকার কারণে খেলতে পারবেন না অনেক বিদেশি ক্রিকেটার। যে কারণে আগামী সপ্তাহে আরো একটি প্লেয়ার ড্রাফট করছে পাকিস্তান।

আগামী সপ্তাহে শুরু হবে সেই নিলাম, যেখানে নাম লিখিয়েছে বাংলাদেশের ৫ জন ক্রিকেটার। আগামী সপ্তাহে দেখা যাবে কে কোন দলে সুযোগ পায়। প্লেয়ার ড্রাফটের প্লাটিনিয়াম ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান( ১লাখ ৩০ থেকে ১.৭০লাখ ডলার)। এছাড়াও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন তামিম ইকবাল(৬০-৮৫ হাজার ডলার)।

প্লাটিনিয়াম ক্যাটাগরিতে আরো রয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল, ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস এবং আন্দ্রে রাসেল ডায়মন্ড ক্যাটাগরিতে তামিম ইকবালের সাথে আরও রয়েছেন উসমান খাজা, জেমস ফকনার, অ্যাডাম মিলনে, মরনে মরকেল।

উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর স্থগিত হওয়া আসর গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়, যা থেমে রয়েছে করোনা ভাইরাসের কারনে। যদি পরিস্থিতি পুরোপুরি ঠিক থাকে তবে জুনের ১ তারিখে আবারও শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ।সর্বশেষ সিলভার ক্যাটাগরিতে রয়েছেন ৩ জন বাংলাদেশী। সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও লিটন দাস রয়েছেন এই ক্যাটাগরিতে(১৫ থেকে ২৫ হাজার ডলার)।

টুর্নামেন্টের সব শেষ পয়েন্ট তালিকা:-

১. করাচি কিংস – ম্যাচ ৫ – পয়েন্ট ৬
২. পেশওয়ার জালেমি – ম্যাচ ৫ – পয়েন্ট ৬
৩. ইসলামাবাদ – ম্যাচ ৪ – পয়েন্ট ৬
৪. লাহোর – ম্যাচ ৪- পয়েন্ট ৬
৫. মুতলান সুলতান – ম্যাচ ৫ – পয়েন্ট ২
৬. কোয়েটা গ্ল্যাডিয়েটরস – ম্যাচ ৫ – পয়েন্ট ২

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন