শিরোনাম

প্রচ্ছদ /   কোহলিদের কাছে ম্যাচ হারলেও ম্যাচ শেষে যাদের প্রশংসা করলেন রাজস্থান অধিনায়ক

কোহলিদের কাছে ম্যাচ হারলেও ম্যাচ শেষে যাদের প্রশংসা করলেন রাজস্থান অধিনায়ক

Avatar

শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১

প্রিন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল -এ টানা চতুর্থ ম্যাচে জয়লাভ করলো বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়েল ছেড়ে দেওয়া ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ উইকেটে জয় লাভ করেছে রাজস্থান রয়েলস।

টস হেরে এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধারাবাহিক বিরতিতে উইকেট বিলাতে থাকে রাজস্থান রয়্যালস। ৪৩ রানে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসা রাজস্থানের হাল ধরে রিয়ান পরাগ, শিওভাম দুবে ও রাহুল তেওয়াতিয়ারা।

ব্যাট হাতে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান আসে দুবের ব্যাট থেকে। এছাড়া রাহুল তেওয়াতিয়া ২৩ বলে খেলেন ৪০ রানের টর্নেডো ইনিংস। আরেক ব্যাটসম্যান রিয়ান পরাগের ২৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজস্থান ১৭৭ রানের পুঁজি পেয়েছিল।

১৭৮ রানের লক্ষ্যে খেলতে নামা রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর কোনো প্রকার সুযোগই দেয়নি রাজস্থানকে। দুই ওপেনার বিরাট কোহলি এবং দেবদূত পাডিকলের দুর্দান্ত ব্যাটিংয়ে বিনা উইকেটে জয় পায় বেঙ্গালোর। ব্যাট হাতে শতক হাঁকানো পাডিকল অপরাজিত থাকেন ৫২ বলে ১০১ রানে। যেখানে তিনি খেলেন ১১টি চার ও ৬টি ছয়ের মার। এছাড়া অধিনায়ক বিরাট কোহলি ৪৭ বল মোকাবেলায় অপরাজিত থাকেন ৭২ রানে। যেখানে তার ব্যাট থেকে এসেছে ৬টি চার ও ৩টি ছক্কার মার।

বল হাতে এদিন রাজস্থানের হয়ে সফল ছিলেন মুস্তাফিজ। ৩.৩ ওভারে কাটার মাস্টার খরচ করেছেন মাত্র ৩৪ রান। ইকোনোমি ছিল ৯.৭০। অন্যান্য বোলারের চেয়ে কিছুটা কম খরুচে থাকলেও দলকে জেতাতে পারেননি বাঁহাতি এই পেসার।

বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি লজ্জাজনকভাবে হেরে গেলেও দলের ব্যাটসম্যানদের প্রশংসা করতে ভুলেননি রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন। স্যামসনের ভাষ্য মতে, “আমাদের ব্যাটসম্যানরা সত্যিই অনেক ভালো করেছে আজকে। প্রথম দিকে উইকেট পড়ে যাবার পরও আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে।” বোলিং বিভাগের সমালোচনা করলেও মুস্তাফিজের স্পেল গুলো খুবই দূর্দান্ত এক্সহিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন