শিরোনাম

প্রচ্ছদ /   ৪৭৪ রান করার পরে যে কারণে বন্ধ হয়ে গেল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ

৪৭৪ রান করার পরে যে কারণে বন্ধ হয়ে গেল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১

প্রিন্ট করুন

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের খেলা আলোক স্বল্পতার কারনে বন্ধ রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ দলের ৪টি উইকেটের পতন ঘটলেও প্রথম ইনিংসে রানের পাহাড় জড়ো করছেন টাইগার ব্যাটসম্যানরা।

লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে দ্বিতীয় দিন খেলতে নেমে কিছুটা কচ্ছপ গতিতে রান তুলতে থাকে বাংলাদেশ। আগের দিন ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত মিলে ২৫২ রানের জুটি গড়লে এই জুটি বিচ্ছিন্ন হয় ১৬৩ রানের ইনিংস খেলে শান্ত সাজঘরে ফিরলে। আগের দিন সেঞ্চুরি হাঁকানো শান্ত এই রান করতে ১৭টি চার ও ১টি ছক্কা হাঁকান। এখন পর্যন্ত শান্তর টেস্ট ক্যারিয়ারে এটিই হচ্ছে সর্বোচ্চ রানের ইনিংস।

দ্বিতীয় দিনে এসে নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক ও নিজ দেশের বাইরের মাটিতে প্রথম টেস্ট শতকের দেখা পান টাইগার অধিনায়ক মুমিনুল হকও। দলীয় ৪২৪ রানে মুমিনুল ফিরে যান ব্যক্তিগত ১২৭ রানে। ১১টি চারের সাহায্যে ১২৭ রান করা মুমিনুল শিকার হয়েছেন ধনঞ্জয়া ডি সিলভার। মুমিনুল যাবার পর ব্যাট হাতে থিতু হন মুশফিকুর রহিম এবং লিটন দাস।

লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে অবশ্য ইতোমধ্যে একবার বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারনে কিছু সময় খেলা বন্ধ থাকার পর তা পুনরায় চালু হয়েছিল। তবে শেষ সেশনে এসে এবার আকাশ মেঘাচ্ছন্ন থাকা ও আলোক স্বল্পতার কারনে থেমে গেছে ম্যাচ।

শেষ খবর পাওয়া পর্যন্ত দিনের এখনও বাকি আছে ২৫ ওভার। ক্রিজে দুই অপরাজিত ব্যাটসম্যান হচ্ছেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। মুশফিক অপরাজিত আছেন ৪৩ রানে এবং লিটন দাস অপরাজিত আছেন ২৫ রান নিয়ে। বাংলাদেশ দলের বর্তমান স্কোর গিয়ে ঠেকেছে ৪ উইকেট হারিয়ে ৪৭৪ রান।

এর আগে প্রথম দিনে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল ২ উইকেট হারিয়ে ৩০২ রান। সেখান থেকেই দ্বিতীয় দিন দলকে এগিয়ে নিয়েছেন শান্ত ও মুমিনুল হক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন