শিরোনাম

প্রচ্ছদ /   রাত ৮ টার পরিবর্তে বেঙ্গালোরের বিপক্ষে যখন মাঠে নামছে সাকিবের দল কলকাতা

রাত ৮ টার পরিবর্তে বেঙ্গালোরের বিপক্ষে যখন মাঠে নামছে সাকিবের দল কলকাতা

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ১৫, ২০২১

প্রিন্ট করুন

দুর্দান্ত ফর্মে থাকা রয়্যাল চেলাঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। প্রথম দুই ম্যাচে রাত আটটায় মাঠে নামলেও তৃতীয় ম্যাচের সময়ে এসেছে পরিবর্তন।

আসরে এখন পর্যন্ত নিজেদের দুই ম্যাচের মধ্যে দুটোতেই জয় তুলে নিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর। দু ইম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের পর কোহলির দলের পরবর্তী মিশন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

অন্যদিকে আসরে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলা কলকাতা জিতেছে ১ ম্যাচে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয় তুলে নিলেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে হেরে বসেছে নাইটরা। প্রথম ম্যচে বল হাতে সাকিব কিছুটে খরুচে ছিলেন। ১ উইকেট দখলে নিলেও ব্যয় করেছে ৩৪ রান। ব্যাট হাতে অবশ্য খুব বেশি বল খেলার সুযোগ পাননি তিনি।

অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। মাত্র ২৩ রান খরচায় নিয়েছিলেন ১ উইকেট। ব্যাট হাতে দলকে ভালো কিছু উপহার দেয়ার সুযোগ আসলেও সেটা করে দেখাতে পারেননি। তবে তৃতীয় ম্যাচেও দলে থাকছেন সাকিব।

কলকাতায় ইয়ন মরগান, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্সের সাথে সেরা পছন্দ সাকিবই। সুনীল নারাইনকে মাঠে নামাতে হয়তো আরও অন্তত কয়েক ম্যাচ অপেক্ষা করতে পারে কলকাতার টিম ম্যানেজমেন্ট।

এদিকে বেঙ্গালোরের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলিরা যদি কলকাতার বিপক্ষে ব্যাট হাতে দাঁড়িয়ে যান তাহলে হয়তো ম্যাচের ফলাফল কলকাতার পক্ষে কথা বলবে না।

এক নজরে দেখে নেয়া যাক বেঙ্গালোরের বিপক্ষে কলকাতার সম্ভাব্য সেরা একাদশ

নিতিশ রানা, শুভম্যান গিল, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক, প্যাট কামিন্স, হরভজন সিং, বরুণ চক্রবর্তী এবং প্রশিধ কৃষ্ণা।

বেঙ্গালোরের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রবিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন