মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোলকাতা নাইট রাইডার্স হেরে যায় শেষ পর্যন্ত ১০ রানে। শেষ ৩০ বলে প্রয়োজন ছিল মাত্র ৩১ রানে কিন্তু সেখান থেকে আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিকের ধীরগতির ইনিংস শেষ পর্যন্ত নিজেদের সহজ জয়ের ম্যাচ কে ১০ রানে হারাতে বাধ্য করে।
দীনেশ কার্তিকের ব্যাট থেকে আসে ১১ বলে মাত্র ৮ রান এবং অপরাজিত থাকে তিনি ও আন্দ্রে রাসেল করে ১৫ বলে মাত্র ৯ রান। তাতে নিজেদের সহজ জয়ের ম্যাচে হেরে বসে কোলকাতা নাইট রাইডার্স।
এই ম্যাচে হার নিয়ে কথা বলে অধিনায়ক মরগান।
ম্যাচ শেষে তিনি বলেন ”
হ্যাঁ, হতাশ (হারাতে)। খেলার বেশিরভাগ অংশে আমরা ভালো খেলেছি। রান তাড়া করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম, তবে মুম্বাই একটি শক্তিশালী দল। তারা ম্যাচে ভালো মত ফিরে এসেছে তাই আমাদের জন্য সহজ ম্যাচটি কঠিন হয়ে দাড়িয়েছিল। কয়েকটি ভুল হয়েছে, এগুলো ঠিক করা প্রয়োজন।
একটি সুন্দর খেলা উপহার দিতে গিয়ে আমাদের শেষ দশ ওভারে ব্যয় হয়েছে স্লো রান রেটে। এই রা চেজের জন্য পারফেক্ট ছিল এবি ডি ভিলিয়ার্সকে যাকে বাদ দিয়ে এই জয় কল্পনা করা যায় নাহ(রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স উদ্বোধনী ম্যাচ কে নিয়ে কথা বলেছে।) কোন ম্যাচেই কোন দল রান তাড়া করে সুবিধা করতে পারে নি। আমরা আজকে জয়ের জন্য খুব সহজ পথে ছিলাম। আমাদের ঘুরে দাড়াতে হবে।স্লো অভার রেট হারের অন্য তম কারণ ছিল।”
এদিকে আজকে নিজেদের ম্যাচে হেরে গিয়ে ২ ম্যাচ থেকে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট কোলকাতা নাইট রাইডার্সের। আজকের ম্যাচে সাকিব আল হাসান ৪ ওভার বোলিং করে মাত্র ২৩ রান খরচায় সবচেয়ে মূল্যবান সূর্যকুমার যাদবের উইকেট তুলে নিয়েছে। ব্যাট হাতে প্রথম বলে চার মেরে শুরু করলেও শেষ পর্যন্ত ৯ বলে ৯ রান করে ক্রুনাল পান্ডিয়ার বলে আউট হন তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন