শিরোনাম

প্রচ্ছদ /   সাকিব ৩.৭৪ কোটি মুস্তাফিজ ১.১৭ কোটি দেখেনিন আইপিএল থেকে কত টাকা পাবে বিসিবি

সাকিব ৩.৭৪ কোটি মুস্তাফিজ ১.১৭ কোটি দেখেনিন আইপিএল থেকে কত টাকা পাবে বিসিবি

Avatar

সোমবার, এপ্রিল ৫, ২০২১

প্রিন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন কাঁচা পয়সার ঝনঝনানি। বিশ্বের সব রথীমহারথী ক্রিকেটারদের নিয়ে গড়া হয়ে থাকে দল, সেইসাথে দেয়া হয় ক্রিকেটারদের মোটা অঙ্কের পারিশ্রমিক। অনেক সময় তো এমনও হয়, একজন খেলোয়াড় নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে গোটা বছরে যত টাকা পান তারচেয়ে বেশি টাকা পান শুধুমাত্র আইপিএলের একটি আসর খেলেই।

আইপিএলে এবারের আসরে সর্বোচ্চ মূল্য পাওয়া ক্রিস মরিসের দাম উঠেছে ১৬ কোটি ২৫ লাখ রুপি। শুধু মরিসই নয়, প্রতি আসরেই বিশাল অঙ্কের টাকায় খেলোয়াড়দের দলে ভিড়িয়ে থাকে ফ্র‍্যাঞ্চাইজিগুলো।

এবারের আইপিএল আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুইজন ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানকে দলে নিয়েছে ৩ কোটি ৭৪ লাখ টাকায়। আরেক পেসার মুস্তাফিজুর রহমানকে রাজস্থান রয়্যালস দলে নিয়েছে ১ কোটি ১৭ লাখ টাকায়। এই দুই ক্রিকেটারকে বিসিবি অনাপত্তিপত্র দিলেও সাকিবকে নিয়ে হয়েছিল সমালোচনা। তবে সেই সমালোচনাকে পাশ কাটিয়ে সাকিব যোগ দেন কলকাতা শিবিরে।

কেউ কেউ প্রশ্ন তুলেছেন সাকিব আইপিএল খেললে তার নিজের লাভ হলেও বোর্ডের কোনো লাভ হচ্ছে না। তবে আইপিএলের নিয়মের দিকে তাকালে দেখা যায় বিসিবিও বিশাল অঙ্কের টাকা পাচ্ছে আইপিএল থেকে!

আইপিএলের নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটারকে যত টাকা দিয়ে কোনো দল কিনে নিবে সেই হিসেব করে এর ২০ শতাংশ টাকা বোর্ডকে প্রদান করা হবে। অর্থাৎ কোনো ক্রিকেটারকে যদি ১০ কোটি টাকা দিয়ে কেনা হয়ে থাকে তাহলে ওই দেশের ক্রিকেট বোর্ডকে আইপিএল কর্তৃপক্ষ দিবে ২ কোটি টাকা। এক্ষেত্রে অবশ্য খেলোয়াড়দের টাকার অঙ্ক কমবে না। পুরো টাকাই পাবে প্রতিটি খেলোয়াড়।

সেই হিসেব মোতাবেক সাকিবকে ৩ কোটি ৭৪ লাখ টাকা দিয়ে কেনার কারনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইপিএল কর্তৃপক্ষ আলাদা করে দিবে ৭৪ লাখ ৮০ হাজার টাকা৷ অন্যদিকে মুস্তাফিজুর রহমানকে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে ১ কোটি ১৭ লাখ টাকায়। ফলে মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস বিসিবিকে আলাদা করে দিবে ২৩ লাখ ৪০ হাজার টাকা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন