শিরোনাম

প্রচ্ছদ /   নারিনের পরিবর্তে কলকাতার ১ম ম্যাচের একাদশে যাকে চান আকাশ চোপড়া

নারিনের পরিবর্তে কলকাতার ১ম ম্যাচের একাদশে যাকে চান আকাশ চোপড়া

Avatar

শুক্রবার, এপ্রিল ২, ২০২১

প্রিন্ট করুন

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৪তম আসরে যোগ দিতে ইতোমধ্যেই ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে আবারও মাঠ মাতাবেন তিনি।

নিজের পুরনো দলে পুরনো সতীর্থদের সাথে রয়েছেন নতুন সতীর্থরাও। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আলোচিত অলরাউন্ডারর আন্দ্রে রাসেল কিংবা সুনীল নারাইনের মত ক্রিকেটাররা থাকার পাশাপাশি অধিনায়ক ইয়ন মরগানের মত তারকারাও আছেন এই দলে।

অন্যদিকে বেন কাটিং, প্যাট কামিন্স কিংবা লকি ফার্গুসনের মত তারকাদের ভিরে সাকিবের একাদশে জায়গা হবে কিনা তা নিয়ে যখন নানা জল্পনা চলছে তখন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপরা কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশ বাছাই করতে গিয়ে জানালেন সুনীল নারাইনের বদলে কলকাতার একাদশে সাকিবই হবেন সেরা পছন্দ।

সম্প্রতি এক ভিডিও বার্তায় আকাশ চোপরা জানিয়েছেন দলে প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল ও মরগানের সাথে সাকিব বেশ কার্যকরী একজন খেলোয়াড় হবেন।

আকাশ চোপরা ওই ভিডিও বার্তায় বলেন,

‘’আপনি যখন উইকেট এবং মাঠের পরিধি বিবেচনা করে একাদশ সাজাবেন তখন আপনার একাদশ নিয়ে ভাবতে হবে। যেমন ধরুন চেন্নাইয়ে কলকাতার তিনটি ম্যাচ আছে, সেখানকার উইকেট সাধারণত স্পিন বান্ধব হয়ে থাকে। ভারতের ক্রিকেটারদের মাঝে শুভমান গিল, দীনেশ কার্তিক এবং নিতিশ রানাকে রান করতেই হবে। মরগানও হয়তো ভালো খেলবে। কিন্তু আমি বলব কলকাতা সাকিবকে খেলাও, সঙ্গে প্যাট কামিন্স ও আন্দ্রে রাসেলও থাকে। এর মানে হচ্ছে এই দলে নারিনের কোনো জায়গা নেই।‘’

একাদশে সুনীল নারাইনকে না রাখার যুক্তি হিসেবে তিনি আরও বলেন, ‘’আমাকে একাদশ বানাতে দিলে আমি অবশ্যই নারিনকে রাখবো না। কারণটা খুব সাধারণ, আজকাল সে আপনকে চার ওভার দিচ্ছে না, ব্যাটিংয়েও ফর্ম নেই। কখনও ওপরে খেলছে আবার কখনও নিচে খেলছে। আর আপনার কাছে যদি সাকিব থাকে তাহলে অবশ্যই সাকিবকে খেলাবেন। সে চার ওভারও দেবে ব্যাটিংও করবে এবং আপনার মিডল অর্ডারকে ধরেও রাখবে। যে সব উইকেটে টার্ন আছে সেখানে অনেক কাজে আসবে।‘’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন