টি-২০ ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন তামিম ইকবাল! আগামী টি-২০ বিশ্বকাপের পরই ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটকে বিদায় বলতে পারেন দেশসেরা এই ওপেনার এমন আভাস দিয়েছেন তিনি। সম্প্রতি ইউটিউব চ্যানেল অলরাউন্ডারকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর প্রসঙ্গে জানাতে গিয়ে এমন ইঙ্গিত দেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
গোটা বিশ্বে ক্রিকেট খেলুড়ে দলগুলোর মধ্যে হরহামেশাই চোখে পরে ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন ক্রিকেটারদের উপস্থিতি। কখনো ব্যক্তিগত কারন আবার কখনও বা নির্দিষ্ট কোনো ফরম্যাটে নিজের সবটুকু ঢেলে দিতেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন ক্রিকেটাররা। তবে বাংলাদেশের ক্রিকেটের চিত্র খানিকটা ভিন্ন।
বাংলাদেশ দলে অধিকাংশ পারফর্মাররাই খেলে থাকেন তিন ফরম্যাটে। অবসরে যাওয়ার ক্ষেত্রে হয়তো দেখা যায় ধীরে ধীরে এক ফরম্যাটকে বিদায় জানিয়ে থাকেন ক্রিকেটাররা। এবার তামিম ইকবালের কণ্ঠেও ভেসে আসলো টি-২০ ফরম্যাট থেকে অবসরে যাওয়ার কথা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম ইকবাল নিজের ক্যারিয়ার সম্পর্কে জানাতে গিয়ে বলেন, ‘’২০২১ এ দেখতে পারেন (অবসরে যাওয়া) খুবই সম্ভাবনা আছে। অবশ্যই আমি আমার প্ল্যান সেট করে রেখেছি। আমি জানি কতদিন খেলতে চাই, কি অর্জন করতে চাই।‘’
ঠিক কোন ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন তামিম? এমন প্রশ্নের জবাবে এই ব্যাটসম্যান আরও বলেন, ‘’এটা বলা একটু কঠিন, তবে আমার মাথায় কিছু একটা আছে তবে এই মুহূর্তে আমি সেটা বলতে চাচ্ছি না। অনবশ্যই আমার পরিকল্পনা আছে। এটার মধ্যে (টি-২০ ফরম্যাট) হয়তো বা আমি ছেড়ে দিব। এতটুকু বলতে পারি আমি নিজেকে নিয়ে জোর করবো না। যদি এটাতে (টি-২০ বিশ্বকাপে) মধ্যে সবকিছু হয় প্ল্যান অনুযায়ী তাহলে…।‘’
‘’আর যেটা বললাম, এক ফরম্যাটে আপনি এই বছরেও দেখতে পারেন আবার আগামী বছরেও দেখতে পারেন এটা জানা নেই। আমি যদি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার আরও দীর্ঘ করতে চাই তাহলে কিছু না কিছু ছাড়তেই হবে। এখন বা পরে আমি সারপ্রাইজ দিব আপনাদের।‘’ যোগ করেন তামিম।
নির্দিষ্ট কোনো একটি ফরম্যাট থেকে অবসর নিলেও আরও অন্তত ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে চান দেশসেরা এই ওপেনার এমনটাও জানিয়েছেন একই সাক্ষাৎকারে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন