নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে এসেও ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টাইগাররা হেরেছে ৬৬ রানের বিশাল ব্যবধানে।
কিউইদের বিপক্ষে বাজেভাবে ম্যাচ হারের পর এর কারন ব্যাখ্যা করেছেন এই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া লিটন দাস। ম্যাচ হারের কারন হিসেবে লিটন দাসের চোখে ফিল্ডিংই দায়ী। প্রথম ইনিংসে ক্যাচ মিসের মহরা দেয়াই মূলত হারের পেছনে কারন হিসেবে দেখছেন লিটন দাস।
ম্যাচ শেষে লিটন বলেন, ‘’প্রথমত বলতে চাই, আমরা ব্যাটিং কিংবা ফিল্ডিং কোনো বিভাগেই ভালো করতে পারিনি।‘’
কিউই বোলারদের বাউন্স সামাল দিতে হিমশিম খেতে হয়েছে টাইগার ব্যাটসম্যানদের, যা চোখে পড়েছে সকলেরই। ম্যাচ শেষে লিটন জানালেন বাউন্সি উইকেটে কীভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে সেটা আরও আয়ত্ত করা প্রয়োজন। লিটন বলেন,
‘’বাউন্সি উইকেটে আমাদের কীভাবে স্মার্ট ক্রিকেট খেলতে হবে তা আরও ভাবা প্রয়োজন ছিল। আমরা বিশ্বকাপ খেলেছি বাউন্সি উইকেটে, সুতরাং এখানে বাউন্স মোকাবেলার জন্য আমাদের তরুণ বলার সুযোগ নেই। তবে এই ম্যাচের শিক্ষা পরবর্তিতে আমাদের কাজে লাগবে। আমরা আরও ভালো করবো বলে আশাবাদী।‘’
অকল্যান্ডে সিরিজের শেষ ম্যাচে হানা দেয় বৃষ্টি। দীর্ঘ সময় অপেক্ষার পর ম্যাচ শুরু হলেও প্রতি ইনিংস থেকে কর্তন করা হয় ১০ ওভার করে। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড দল মার্টিন গাপটিলের ১৯ বলে ৪৪ ও ফিন অ্যালেনের ২৯ বলে ৭১ রানের টর্নেডো ইনিংসে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১৪১ রান।
পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। ব্যাট হাতে ইনিংস সর্বোচ্চ ১৯ রান আসে নাইম শেখের ব্যাট থেকে। ৮ বলে ১৩ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া ৪ বলে সৌম্য সরকারের ব্যাট থেকে ১০ রান আসলেও বাকি ব্যাটসম্যনদের মধ্যে কেউই নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত ইনিংসের ৩ বল বাকি থাকতে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন