শিরোনাম

প্রচ্ছদ /   ২০ ওভারে নয় বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের শেষ টি২০ কত ওভারে হবে জানালো কর্তৃপক্ষ

২০ ওভারে নয় বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের শেষ টি২০ কত ওভারে হবে জানালো কর্তৃপক্ষ

Avatar

বৃহস্পতিবার, এপ্রিল ১, ২০২১

প্রিন্ট করুন

নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। ফলে শেষ ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।সিরিজের শেষ ম্যাচে বৃষ্টি হবার ফলে এখন পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) মাঠের বৃষ্টি কিছুটা থেমে আবার বেড়েছে।

ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করেছে ইতোমধ্যেই। খেলোয়াড়রাও মাঠে যোগ দিচ্ছিলেন ধীরে ধীরে। বৃষ্টি থামার পর আউটফিল্ড ভেজা থাকার কারনে তা শুকানোর কাজ শুরু হয়েই আবার বন্ধ হয়েছে।

এদিকে এই ম্যাচ বৃষ্টির কারনে শুরু হতে দেরি হওয়াতে যদি আগামী ৩ ঘণ্টার মধ্যে ম্যাচ আয়োজন সম্ভব হয় তাহলে ম্যাচের দৈর্ঘ্য করে দেয়া হবে ৫ ওভার করে। অর্থাৎ এক ইনিংসে প্রতি দল অন্তত ৫ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে। তবে যদি আবারও বৃষ্টি হানা দেয় তাহলে ম্যাচ আয়োজন নাও হতে পারে।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি। বেশ কয়েক দফা বৃষ্টির হানার পর ম্যাচও বন্ধ ছিল। নিউজিল্যান্ড দল প্রথম ইনিংসে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলার পর ম্যাচ বন্ধ ছিল আরও কিছু সময়। এরপর ১৬ ওভারে বাংলাদেশ দলকে বেধে দেয়া হয়েছিল ১৭১ রানের বিশাল লক্ষ্য। ডিএল মেথডে বাংলাদেশ দলের টার্গেট নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হলেও শেষ পর্যন্ত টাইগাররা ম্যাচ হেরেছিল কিউইদের কাছে।

এদিকে সিরিজের শেষ ম্যাচ যদি শেষ পর্যন্ত মাঠে গড়ায় তাহলে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। টি-২০ ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ স্ট্রেইনের ইনজুরিতে পড়ার কারনে গতকাল অনুশীলনে দেখা যায়নি তাকে।

এরপর তার মাঠে নামা নিয়ে ধোঁয়াশা তৈরি হলে শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায় মাঠে নামছেন না মাহমুদউল্লাহ। এছাড়া টি-২০ সিরিজের শুরু থেকেই টাইগার স্কোয়াডের বাইরে ছিলেন মুশফিকুর রহিম। এই ম্যাচেও থাকছেন না মুশি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন