শিরোনাম

প্রচ্ছদ /   মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে শেষ ম্যাচে বাংলাদেশের নতুন অধিনায়ক হচ্ছেন যিনি

মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে শেষ ম্যাচে বাংলাদেশের নতুন অধিনায়ক হচ্ছেন যিনি

Avatar

বুধবার, মার্চ ৩১, ২০২১

প্রিন্ট করুন

কিউইদের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব তুলে দেয়া হতে পারে মোহাম্মদ মিঠুনের হাতে। দলের পাঁচ সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতির মত বিরম্বনায় মিঠুনই হতে পারেন টিম

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ ম্যাচে বড় দুঃসংবাদ এসেছে বাংলাদেশ দলের জন্য। টি-২০ সিরিজ থেকে মুশফিকুর রহিমের ছিটকে যাবার পর এবার ছিটকে যাচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কের ইনজুরিতে পড়ার পর তাই টাইগারদের নেতৃত্বেও আসছে পরিবর্তন।

কিউইদের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব তুলে দেয়া হতে পারে মোহাম্মদ মিঠুনের হাতে। দলের পাঁচ সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতির মত বিরম্বনায় মিঠুনই হতে পারেন টিম ম্যানেজমেন্টের সেরা পছন্দ।

ঘরোয়া ক্রিকেটে মিঠুন নিয়মিত অধিনায়ক। আন্তর্জাতিক অঙ্গনে এখন পর্যন্ত কোনো ম্যাচেই দেশের হয়ে অধিনায়কত্ব অবশ্য করা হয়নি মিঠুনের। তিন কাঠির পেছনে গ্লাভস হাতে দাঁড়ানোর পাশাপাশি অধিনায়ক হিসেবেও বেশ সফল তিনি। ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া বঙ্গবন্ধু টি-২০ কাপ টুর্নামেন্টে গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়কের দায়িত্বে ছিলেন মিঠুন। তার অধীনের চট্টগ্রাম ওই টুর্নামেন্টে ফাইনালে খেলেছিল জেমকন খুলনার বিপক্ষে।

ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বে পটু এই ক্রিকেটারকে তাই হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষেও দেখা যাবে জাতীয় দলের অধিনায়কত্ব করতে।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ দল এখনও কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি। একদিকে সিনিয়র ক্রিকেটারদের ফর্মহীনতা অন্যদিকে সম্ভাবনাময় ক্রিকেটারদের অধারাবাহিকতার কারনেই কিউইদের বিপক্ষে ভরাডুবি হয়েছে টাইগারদের।

ওয়ানডে সিরিজে কিউইদের কাছে হোয়াইটওয়াশ হবার পর টি-২০ সিরিজের শেষ ম্যাচে জিতে শেষটা অন্তত ভালো করতে চাইবে বাংলাদেশ দল। তবে দলে কোনো সিনিয়র ক্রিকেটার না থাকার কারনে সেই প্রভাব পড়তে পারে গোটা দলেই।

মাশরাফি বিন মুর্তজা অবসরে যাবার পর দলের বাকি চার সিনিয়র ক্রিকেটার উপরেই দলের মূল ভার রয়েছে এখন পর্যন্ত। তবে ব্যক্তিগত কারনে নিউজিল্যান্ড সিরিজ থেকে দেশে ফিরেছেন তামিম ইকবাল। সাকিব আল হাসান তো এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন বেশ আগেই। অন্যদিকে কাঁধের ইনজুরিতে পড়ার পর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে নেই মুশফিক। এবার রিয়াদের ছিটকে যাওয়া হয়তো আরও বড় অগ্নিপরীক্ষায় ফেলতে যাচ্ছে টাইগারদের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন