শিরোনাম

প্রচ্ছদ /   বাদ অধিনায়ক রিয়াদ দেখেনিন আগামীকাল যে একাদশে কিউইদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বাদ অধিনায়ক রিয়াদ দেখেনিন আগামীকাল যে একাদশে কিউইদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Avatar

বুধবার, মার্চ ৩১, ২০২১

প্রিন্ট করুন

নিউজিল্যান্ড সিরিজে আগামীকাল শেষ ম্যাচে আবারো মাঠে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কাল দুপুর ১২ টায় শেষ টি-টোয়েন্টি ম্যাচে অকল্যান্ডে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখা যাবে জিটিভি এবং টি স্পোর্টস চ্যানেলে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে এসে অনিশ্চিত হয়ে পড়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে তাকে ছাড়াই শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডে সময়টা মোটেও ভালো যাচ্ছে না টাইগারদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সব কয়টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ শেষ হবার পর টি-২০ সিরিজ না খেলেই দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফলে টাইগারদের ব্যাটিং অর্ডারে দেখা দিয়েছে বড় রকম ঘাটতি।

দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটিতে থাকার কারনে তার অভাবও ভালোভাবেই টের পেয়েছে গোটা দল। সাকিবের জায়গা যে পূরন করতে ব্যর্থ অন্য ক্রিকেটাররা সেটা ছিল জলের মতই পরিস্কার।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশে অনিশ্চিত মুশফিকুর রহিম। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারেননি মুশফিকুর রহিম। তবে একাদশে আসতে পারে একটি পরিবর্তন। একাদশে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান। বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম।

সূত্রের খবর স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন মাহমুদউল্লাহ। ইনজুরিতে পড়ার কারনে ম্যাচের আগের দিন কোনো অনুশীলন করেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে তাকে ছাড়াই সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে হচ্ছে টাইগারদের।

মাহমুদউল্লাহ রিয়াদ যদি শেষ পর্যন্ত একাদশের বাইরে থাকেন তাহলে নেতৃত্বে আসবে পরিবর্তন। অধিনায়ক হিসেবে বেশ দক্ষতার পরিচয় দেয়া মোহাম্মদ মিঠুন হয়তো হতে পারে টিম মানেজমেন্টের সেরা পছন্দ।

কিউইদের বিপক্ষে সিরিজের শেষ টি-২০ ম্যাচে কোনো সিনিয়র ক্রিকেটার ছাড়াই হয়তো মাঠে নামতে হতে পারে বাংলাদেশ দলকে। শেষ ম্যাচে বাংলাদেশ দল হয়তো আরও বড় বিপদে পড়তে যাচ্ছে সিনিয়র ক্রিকেটারদের ছাড়া মাঠে নেমে।

প্রসঙ্গত, টি-২০ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দল বৃহস্পতিবার (১ এপ্রিল) মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে এই ম্যাচটি। অকল্যান্ডে দুই দলের এই ম্যাচের মধ্য দিয়েই সিরিজের ইতি ঘটবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ/ মোসাদ্দেক, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন