বাংলাদেশ দলে নতুন তারকা পেসার খুঁজে পেয়েছে টিম ম্যানেজমেন্ট। বয়সয়ভিত্তিক ক্রিকেট মাতিয়ে এবার জাতীয় দলে জায়গা পাকা করতে যাচ্ছেন তরুণ এক পেসার।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে গেল বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। আকবর আলীর নেতৃত্বে থাকা তরুণ টাইগাররা প্রথমবারের মত বিশ্ব আসরে শিরোপা নিজেদের ঘরে এনেছেন।
গত যুব বিশ্বকাপের পর করোনার প্রকোপে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের ক্রিকেটে নেমে এসেছিল স্থবিরতা। তবে এরপর টি-২০ ফরম্যাটে বঙ্গবন্ধু টি-২০ কাপ টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিলেন বেশ কয়েকজন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা তারকা। যেখানে ছিলেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম কিংবা শরিফুল ইসলামের মত ক্রিকেটাররা।
বঙ্গবন্ধু টি-২০ কাপে দুর্দান্ত পারফর্ম করা শরিফুল এরপর ডাক পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে। সেই সিরিজে অভিষেক না হলেও আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে নেয়া হয় তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দেশের জার্সিতে অভিষেক হয়েছে শরিফুলের। অভিষেক ম্যাচে কোনো উইকেটের দেখা না পেলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই উইকেটের দেখা পেয়েছেন এই পেসার। ৩ ওভার বল করে ১৬ রান খরচার এই পেসার সাজঘরে ফেরত পাঠিয়েছেন ডেভন কনওয়েকে।
শুধু শরিফুলই নয়, দেশের তরুণ ক্রিকেটারদের উঠে আসার পেছনে যাদের অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন যুব দলের কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ার। ক্রিকেটারদের সাথে তার সম্পর্কটা এতটাই গভীর যে, সকল ক্রিকেটাররাই ‘ভাই’ বলে সম্বোধন করে থাকেন তাকে। যুব দলের ক্রিকেটারদের আন্তর্জাতিক পরিসরে খালার জন্য তৈরি করে দেয়া এই কোচ শরিফুলের আন্তর্জাতিক অঙ্গনে খেলার পর বরাবরই খুশি।
শরিফুলের আন্তর্জাতিক অঙ্গনে প্রথম উইকেট নেয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্টনিয়র। এক ইনস্টাগ্রাম স্টোরিতে স্টনিয়র শরিফুলের উইকেট পাওয়া নিয়ে লেখেন, ‘’বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট। তোমার অর্জনে অনেক গর্বিত আমি ভাই।‘’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন