নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশ দলের ওপেনার নাইম শেখ। তরুণ টপ অর্ডার ব্যাটসম্যানের র্যাংকিংয়ে উত্থানও ঘটেছে। যেখানে তিনি পেছনে ফেলেছেন কেন উইলিয়ামসন কিংবা ডেভিড ওয়ার্নারদের মত বড় তারকাদের।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-২০ র্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন টাইগারদের টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখ। সিরিজের প্রথম ম্যাচে এই ওপেনারর ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৭ রানের ঝলমলে ইনিংস। যেখানে ছিল ৫টি চারের মার। অন্যদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৮ রানের ধৈর্য্যশীল ইনিংস। এই দ্যুই ম্যাচে ভালো করার ফলাফলও হাতেনাতে পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-২০ র্যাংকিংয়ে নাইম শেখের উত্থান ঘটেছে ১৩ ধাপ। ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে রয়েছেন তিনি। বিশ্ব ক্রিকেটের তারকা ব্যাটসম্যান শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, ফাফ ডু প্লেসিস কিংবা ডেভিড ওয়ার্নারদেরকে পেছনে ফেলে টি-২০ ফরম্যাটের সেরা ব্যাটসম্যানদের তালিকায় ২৮ নম্বরে আছেন নাইম শেখ।
অন্যদিকে টি-২০ র্যাংকিংয়ে ৬ ধাপ অবনমন হয়েছে আরেক বাংলাদেশী ব্যাটসম্যান লিটন দাসের। ৫৩৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছেন সেরা ব্যাটসম্যানদের তালিকার ২৯ নম্বরে।
বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে এই তালিকায় আগের অবস্থান ৩১ নম্বর ধরে রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বর্তমান রেটিং পয়েন্ট ৫২৮। সেরা ব্যাটসম্যানদের তালিকায় ৩ ধাপ উন্নতি হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারের। ৫০০ রেটিং নিয়ে তার অবস্থান এখন ৪১ নম্বরে।
এছাড়া টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় অবনমন হয়েছে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। ৭ ধাপ অবনমনে ৪৫৬ রেটিং নিয়ে ৫৬ নম্বরে তামিম, ৭ ধাপ অবনমনে ৪৪৯ রেটিং নিয়ে ৫৮ নম্বরে সাকিব আল হাসান, ৭ ধাপ অবনমনে ৪৩০ রেটিং পয়েন্ট নিয়ে ৬৩ নম্বরে মুশফিকুর রহিম, দুই ধাপ অবনমনে ৬৬ নম্বরে রয়েছেন সাব্বির রহমান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন