শিরোনাম

প্রচ্ছদ /   রাবাদা কামিন্সদের পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ দেখেনিন বাকিদের অবস্থান

রাবাদা কামিন্সদের পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ দেখেনিন বাকিদের অবস্থান

Avatar

বুধবার, মার্চ ৩১, ২০২১

প্রিন্ট করুন

নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হবার পর প্রভাব পড়েছে টাইগারদের ব্যক্তিগত র‍্যাংকিংয়ে। সিরিজ শুরুর আগে সেরা বোলারদের ওয়ানডে র‍্যাংকিংয়ের চার নম্বরে ছিলেন মেহেদি হাসান মিরাজ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর অবনমন হয়েছে তার।

টাইগারদের নিউজিল্যান্ড সিরিজ শেষ হবার পর র‍্যাংকিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে বোলারদের ওয়ানডে র‍্যাংকিংয়ে ৫ নম্বরে নেমে গেছেন মেহেদি হাসান মিরাজ। এই স্পিনারের বর্তমান রেটিং পয়েন্ট ৬৬৮।

অন্যদিকে মিরাজের চার নম্বর জায়গাটা দখলে নিয়েছেন ভারতের পেস বোলার জাসপ্রিত বুমরাহ। এর আগে তিন নম্বরে থাকা বুমরাহর এক ধাপ অবনমন হলেও তিনি অবস্থান করছেন চার নম্বরে।

বোলারদের র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা হেনরির উন্নতি হয়েছে ৮ ধাপ। এই কিউই বোলার এখন অবস্থান করছেন সেরা বোলারদের র‍্যাংকিংয়ে ৩ নম্বরে। এছাড়া ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ট্রেন্ট বোল্ট ও ৭০৮ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন আফগান স্পিনার মুজিব উর রহমান।

এদিকে আইসিসির হালনাগাদকৃত ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে উত্থান ঘটেছে মাহমুদউল্লাহ রিয়াদের। জিম্বাবুয়ের ব্র্যান্ডন টেলরের সাথে সমান রেটিং পয়েন্ট নিয়ে সেরা ব্যাটসম্যানদের তালিকার ৪০ নম্বরে অবস্থান করছেন রিয়াদ। সেরা ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি সবার শীর্ষে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ৮৩৭ রেটিং পয়েন্ট নিয়ে দুই  নম্বরে বাবর আজম ও ৮২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। বাংলাদেশ দলের অন্যান্য ক্রিকেটারদের মধ্যে কারো র‍্যাংকিংয়ে আর পরিবর্তন ঘটেনি।

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এক ধাপ উন্নতিতে বেন স্টোকস অবস্থান করছেন অলরাউন্ডার র‍্যাংকিংয়ের দুই নম্বরে। এছাড়া সেরা অলরাউন্ডার তালিকার তিন নম্বরে থাকা মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট হচ্ছে ২৯৪।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন