শিরোনাম

প্রচ্ছদ /   সকাল ৭ টায় নয় আগামীকাল শেষ ম্যাচে যখন নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

সকাল ৭ টায় নয় আগামীকাল শেষ ম্যাচে যখন নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

Avatar

বুধবার, মার্চ ৩১, ২০২১

প্রিন্ট করুন

কিউইদের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে খেলতে আগামীকাল বৃহস্পতিবার মাঠা নামছে বাংলাদেশ দল। শেষ ভরসার আশা জাগানো ম্যাচে বাংলাদেশের একাদশেও আস্তে পারে দু একটি পরিবর্তন।হারের গ্রানি এড়াতে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ টি ২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।দলের একমাত্র ভরসা করার মত ওপেনার তামিম দলে নেই, নেই মিডল অর্ডারের শক্তিশালী ব্যাটসম্যান উইকেট কিপার মুশফিকুর রহিম ও।

আর সাকিবের কথা তোহ বলআই বাহুল্য, এই একটু শূণ্যস্থান পুরণ করতে নিউজিল্যান্ড সিরিজে হিমশিম খেয়েছে বাংলাদেশ দল।বৃষ্টি আইনে বাংলাদেশ দলের লক্ষ্য নিয়ে বিতর্কের তৈরি হলেও শেষ ম্যাচে কিউইদের হারিয়ে অন্তত শেষটা ভালো করতে চাইবে বাংলাদেশ দল।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন। বোলিং বিভাগে একাদশে যুক্ত হতে পারে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের নাম। এক্ষেত্রে হয়তো শেষ ম্যাচে কপাল পুড়তে পারে শরিফুল ইসলামের।

অন্যদিকে গত ম্যাচে তাসকিন আহমেদ গত ম্যাচে ৪৯ রানে ১ উইকেট দখলে নিয়েছেন। তবে বোলিং ফিগারে তাসকিনের আক্রমণাত্মক মনোভাব রসদ যোগাবে টাইগারদের।

ওপেনিং পজিশনে বরাবরের মত থাকছেন লিটন দাস। ব্যাট হাতে ফর্মে না থাকলেও উইকেটরক্ষক হিসেবে মুশফিকের সেরা বিকল্প লিটন দাসই। তার সাথে ওপেনিং পার্টনার হিসেবে থাকছেন নাইম শেখ। তিন নম্বরে নাজমুল হোসেন শান্তকে নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়তো কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হতে পারে শান্তকে।

মিডল অর্ডারে আসছে না কোনো পরিবর্তন। মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুবর উপরেই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

অকল্যান্ডের সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১২টায়। এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হচ্ছে দুই দলের পুর্নাঙ্গ সিরিজ। শেষ ম্যাচে কতটা নিজেদের রাঙিয়ে নিতে পারে মাহমুদউল্লাহ রিয়াদের দল সেটাই এখন দেখার বিষয়।

এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ

লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহাদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন