বিরল, বিভ্রান্তিকর কিংবা প্রশ্নবোধক চিহ্ন রেখে যাওয়া এক ম্যাচ ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে আলোচনা না হলেও আলোচনা হয়েছে ম্যাচ রেফারির কাণ্ডে। এবার সিরিজের দ্বিতীয় এই ম্যাচ বাতিলেরও আবেদন জানানো হলো!
চলমান নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দল এখনও জয়ের দেখা পায়নি। নিউজিল্যান্ডের কন্ডিশনে টাইগাররা ধুঁকছে প্রতি ম্যাচেই। জয়ের খোঁজে টাইগাররা যখন মাঠে নিজেদেরকে হারিয়ে খুঁজছে তখন সুযোগ এসেছিলো সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। দুর্দান্ত শুরু করা বাংলাদেশ দল কিউইদের রানের লাগাম খুব বেশি টেনে ধরে না রাখতে পারলেও চাপে যে ফেলেছিল কিউইদের তা আর বলার অপেক্ষা রাখে না।
১৭.৫ ওভারে নিউজিল্যান্ডের করা ১৭৩ রানের জবাবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ দলের সামনে লক্ষ্য দেয়া হয় ১৬ ওভারে ১৪৮ রানের। তবে খানিক পরই নতুন হিসেব কষেন ম্যাচ রেফারি জেফ ক্রো। বাংলাদেশ দল যখন মাঠে ব্যাটিং করছে তখন নিজেদের লক্ষ্য কত সেটাই জানা ছিল না টাইগারদের। শেষ পর্যন্ত টাইগারদের সামনে টার্গেট দেয়া হয়েছিল ১৬ ওভারে ১৭১ রান।
এহেন অবস্থায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে আইসিসি ও ম্যাচ অফিসিয়ালদের। টুইটারে সাবেক-বর্তমান ক্রিকেটার সহ ভক্তরাও সমালোচনা করছেন।
আজাদ মজুমদার নামে এক ক্রিকেটভক্ত টুইটারে এক পোস্টে ম্যাচ বাতিলের আবেদন জানান। ওই ব্যক্তি টুইটারে লেখেন, ”আইসিসির উচিত বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় টি-২০ এর ফলাফল বাতিল করা। কারণ আপনি কোন দলকে এমন লক্ষ্য দিতে পারেন না যে নয়টি বল মোকাবেলা করেছে। এটি অনৈতিক ও বেআইনী!”
অন্যদিকে নিউজিল্যান্ডের ক্রিকেটার জেমি নিশাম নিজেও এমন কাণ্ডকে আখ্যা দিয়েছেন পাগলামি হিসেবে। এক টুইট বার্তায় নিশাম লেখেন, “কত লক্ষ্য সেটি না জেনেই কি করে রান তাড়া করা সম্ভব? নেহায়েত পাগলামি!”
এখানেই শেষ নয়, জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএনক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম এক টুইটে জানান ১৬ ওভারে বাংলাদেশ দলের লক্ষ্য ১৪৮ রানের। এই পোস্টে নিশাম আবারও রিটুইট করে লেখেন, “এখন তারা জানলো এই লক্ষ্যটা সঠিক নয়!”
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন