শিরোনাম

প্রচ্ছদ /   দুই পরিবর্তন দেখেনিন শেষ টি২০ তে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

দুই পরিবর্তন দেখেনিন শেষ টি২০ তে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

Avatar

বুধবার, মার্চ ৩১, ২০২১

প্রিন্ট করুন

এখন পর্যন্ত কিউই সফরে বাংলাদেশ দলের প্রাপ্তির খাতাটা শূন্য। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হবার পর টি-২০ সিরিজেও খাপছাড়া ক্রিকেট খেলেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তিন ম্যাচের টি-২০ সিরিজের দুই ম্যাচ ইতোমধ্যে শেষ, যেখানে দুটোতেই হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। এবার পালা শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো।

নেপিয়ারে বৃষ্টি বিঘ্নিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ডার্ক ওয়ার্থ লুইস মেথডে ২৮ রানে হেরেছে বাংলাদেশ।

এই লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন পুরো সফরে ব্যাট হাতে ব্যর্থ সৌম্য সরকার। মাত্র ২৭ বলে ৩ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৫১ রান করে আউট হন এই বাহাতি ব্যাটসম্যান। এই সময় ২৫ বলে ফিফটি হাঁকিয়ে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম পঞ্চাশের রেকর্ড গড়েন সৌম্য।তাই শেষ টি২০ ম্যাচেও তাকে বাদ দেয়ার কোন সুযোগ নেই ।

টাইগারদের স্কোয়াডে অটো চয়েজ হিসেবে আছেন লিটন দাস। ওপেনিং পজিশনে এখন পর্যন্ত টানা ব্যর্থতার পরিচয় দিলেও তার জায়গাটা থাকছে পাকাই। হয়তো আগামী ম্যাচেও লিটনকে সরানোর কোনো পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের।

লিটনের সাথে ওপেনিং করা নাইম শেখ থাকছেন সিরিজের শেষ ম্যাচেও। এছাড়া তিন নম্বরে সৌম্য সরকার দ্বিতীয় ম্যাচে ২৭ বলে ৫১ রান করার সুবাদে টিকে থাকছেন তৃতীয় ম্যাচেও এতে নেই কোনো সন্দেহ। নাজমুল হোসেন শান্তর একাদশে থাকার গুঞ্জন থাকলেও সেটা হয়তো আর হচ্ছে না শেষ ম্যাচে এসে।

মিডল অর্ডারে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন এবং আফিফ হোসেন থাকছেন তা নিশ্চিত। তবে পরিবর্তন আসতে পারে টাইগারদের বোলিং বিভাগে। দ্বিতীয় ম্যাচে একাদশের বাইরে থাকা মুস্তাফিজুর রহমান তৃতীয় ম্যাচে আবারও দলের সাথে যোগ দিতে পারেন। এর ফলে কপাল পুড়তে পারে মোহাম্মদ সাইফুদ্দিন অথবা তরুণ পেসার শরিফুল ইসলামের।

তৃতীয় ম্যাচে টাইগার একাদশে পরিবর্তন আসতে পারে আরও একটি। অলরাউন্ডার শেখ মেহেদি হাসানের পরিবর্তে দলে অন্তর্ভূক্ত হতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। যদিও এই অলরাউন্ডার ইনজুরি থেকে শতভাগ সুস্থ হয়েছেন কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিজ্ঞ মুশফিকুর রহিমের ইনজুরি সম্পর্কে খুব বেশি কিছু না জানা গেলেও কাঁধের ইনজুরি যে তাকে তৃতীয় ম্যাচ থেকেও ছিটকে দিতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না।

এক নজরে দেখে নেয়া যাক তৃতীয় টি-২০তে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ

লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান/মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন