নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়ে বসেছে। দ্বিতীয় ম্যাচে দুই দফা বৃষ্টির হানা আসলে সেখানে ম্যাচ রেফারি বেছে নেন ডাকওয়ার্থ লুইস পদ্ধতি। তবে এতেই বেধেছে বিশাল এক গণ্ডগোল! ডাকওয়ার্থ লুইস পদ্ধতি নিয়ে দুইবার বাংলাদেশের লক্ষ্য পরিবর্তন করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ম্যাচ সংশ্লিষ্টদের।
প্রথম ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড দল এক দফা বৃষ্টির কবলে পড়ে মাঠ ছাড়লে খানিক সময় পর আবারও মাঠে ফিরে দুই দল। তবে ইনিংসের ১৭ ওভার ৫ বল পর্যন্ত খেলা হলে নিউজিল্যান্ডের রান যখন ১৭৩ আবারও বাগড়া দেয় বৃষ্টি। এরপর বেশ কিছু সময় বৃষ্টি হলে কার্টেল ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত নেয় ম্যাচ রেফারি জেফ ক্রো। তবে ডিএল মেথড নিয়ে তালগোল পাকিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
প্রথমে কার্টেল ওভারের হিসেবে বাংলাদেশ দলের সামনে ১৬ ওভারে লক্ষ্য বেধে দেয়া হয় ১৪৮ রানের। তবে এরপর কিছু সময় পার হলে ম্যাচ রেফারি আবারও হিসেব পাল্টে দেন। আর এমন সময় বাংলাদেশ দল যখন মাঠে তখন তারা জানতেই পারেনি কত রানের লক্ষ্যে ব্যাট করছে!
সময় গড়ানোর সাথে সাথে নতুন লক্ষ্য নির্ধারন হয় বাংলাদেশের সামনে। তবে এবার ওভারের জায়গায় ১৬ ঠিক থাকলেও রান বাড়িয়ে দেয়া হয় ১৭১! ফলে টাইগারদের সামনে দাঁড়ায় বিশাল লক্ষ্য।
ডিএল মেথডের এমন ব্যবহারে অবশ্য খোদ নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরই সমালোচনার মুখে পড়তে হয়েছে ম্যাচ রেফারিকে। জেমি নিশাম এক টুইটে লেখেন, ‘’এটা কিভাবে সম্ভব, যখন আপনি জানেনই না কত রানের লক্ষ্যে খেলতে মাঠে নামছেন? পাগল কর্মকর্তা!’’
শুধু জেমি নিশামই নয়, সামাজিক মাধ্যমে ইতোমধ্যে সয়লাভ হয়ে গেছে ডিএল মেথডের এমন সমালোচনায়। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটভক্তরা সামাজিক মাধ্যমে ধুয়ে দিচ্ছেন ম্যাচ রেফারিকে। কেউ কেউ আবার মন্তব্য করে বসছেন নিউজিল্যান্ডকে বাড়তি সুবিধা দিতেই এমনটা করা হয়েছে বাংলাদেশের সাথে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন