নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপিয়ারে মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস হেরে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসে দুই দফা বৃষ্টি হানা দিলে পুরো ইনিংস শেষ হবার আগেই বাংলাদেশের সামনে বৃষ্টি আইনে নতুন লক্ষ্য বেধে দেয়া হয়েছে।
প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকে নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল এবং ফিন এলেন। অবশ্য এই ঝড় স্থায়ী হয়নি বেশি সময়। শুরুর দিকে মাহমুদউল্লাহ রিয়াদ এলেনের ক্যাচ মিস করলেও তাসকিন আহমেদের বলে সহজ ক্যাচ লুফে নেন নাইম শেখ।
দলীয় ৩৬ রানে কিউইদের প্রথম উইকেটের পতন ঘটলে খানিক পর আবারও ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। ১৮ বলে ২১ রান করা মার্টিন গাপটিলের দুর্দান্ত ক্যাচ নেন তাসকিন আহমেদ। পরের ওভারে এসে ডেভন কনওয়েকে সাজঘরের পথ ধরান পেসার শরিফুল ইসলাম। ৯ বল মোকাবেলায় কনওয়ের ব্যাট থেকে আসে ১৫ রান।
এরপর দেখেশুনে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন আরেক তরুণ কিউই ব্যাটসম্যান উইল ইয়াং। তবে ক্রিজে থিতু হওয়া ইয়াংকে সাজঘরে ফেরত পাঠান শেখ মেহেদি হাসান। ১৭ বলে ১৪ রানের ধীরগতির ইনিংস আসে ইয়াংয়ের ব্যাট থেকে।
মার্ক চ্যাপম্যানকে নিয়ে অবশ্য দলের রানের চাকা সচল রাখেন গ্লেন ফিলিপস। ইনিংসের ১২.২ ওভার খেলা হলে হানা দেয় বৃষ্টি। বৃষ্টির পর আবারও ঘুরে দাঁড়ায় কিউইরা। চ্যাপম্যানকে শেখ মেহেদি হাসান প্যাভিলিয়নে পাঠালেও ২৭ বলে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক হাঁকান ফিলিপস।
শেষের দিকে আরও ঝড়ো ব্যাটিং করেন ফিলিপস। ড্যারেল মিচেলকে সাথে নিয়ে বড় জুটি গড়ে দলের সংগ্রহ বাড়াতে থাকেন এই ব্যাটসম্যান। ইনিংসের ১৭ ওভার ৫ বলে এসে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ যখন ৫ উইকেটে ১৭৩ রান তখন আবারও ম্যাচে বৃষ্টি হানা দেয়। শেষ পর্যন্ত মিচেল অপরাজিত ছিলেন ১৬ বলে ৩৪ রানে ও ফিলিপস অপরাজিত ছিলেন ৩১ বলে ৫৮ রানে।
তবে এরপর এই ইনিংসে আর কোনো বল মাঠে না গড়াতে পারলে বাংলাদেশের সামনে ১৭ ওভারে ১৭৯ রানের লক্ষ্য বেধে দেয়া হয়েছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন