শিরোনাম

প্রচ্ছদ /   কমেছে তিন ওভার দেখেনিন ডাক ওয়ার্থে বাংলাদেশকে কত রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

কমেছে তিন ওভার দেখেনিন ডাক ওয়ার্থে বাংলাদেশকে কত রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

Avatar

মঙ্গলবার, মার্চ ৩০, ২০২১

প্রিন্ট করুন

নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে দারুণ শুরু করার পরও বড় সংগ্রহ থেকে আটকে রাখা সম্ভব হয়নি কিউইদের। ম্যাচে দুই দফা বৃষ্টি হবার পর আপাতত বন্ধ আছে ম্যাচ।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকে নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল এবং ফিন এলেন। অবশ্য এই ঝড় স্থায়ী হয়নি বেশি সময়। শুরুর দিকে মাহমুদউল্লাহ রিয়াদ এলেনের ক্যাচ মিস করলেও তাসকিন আহমেদের বলে সহজ ক্যাচ লুফে নেন নাইম শেখ।

দলীয় ৩ রানে কিউইদের প্রথম উইকেটের পতন ঘটলে খানিক পর আবারও ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। ১৮ বলে ২১ রান করা মার্টিন গাপটিলের দুর্দান্ত ক্যাচ নেন তাসকিন আহমেদ। পরের ওভারে এসে ডেভন কনওয়েকে সাজঘরের পথ ধরান পেসার শরিফুল ইসলাম। ৯ বল মোকাবেলায় কনওয়ের ব্যাট থেকে আসে ১৫ রান।

এরপর দেখেশুনে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন আরেন তরুণ কিউই ব্যাটসম্যান উইল ইয়াং। তবে ক্রিজে থিতু হওয়া ইয়াংকে শিকারে পরিনত করেন শেখ মেহেদি হাসান। ১৭ বলে ১৪ রানের ধীরগতির ইনিংস আসে ইয়াংয়ের ব্যাট থেকে।

মার্ক চ্যাপম্যানকে নিয়ে অবশ্য দলের রানের চাকা সচল রাখেন গ্লেন ফিলিপস। ইনিংসের ১২.২ ওভার খেলা হলে হানা দেয় বৃষ্টি। বৃষ্টির পর আবারও ঘুরে দাঁড়ায় কিউইরা। চ্যাপম্যানকে শেখ মেহেদি হাসান প্যাভিলিয়নে পাঠালেও ২৭ বলে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক হাঁকান ফিলিপস।

নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও ফিল্ডিং বিভাগের ভুল অব্যহত। ফিল্ডিংয়ের ভুল আর বোলারদের লাইন-লেংথের ভুলের ফায়দা কাজে লাগিয়ে দ্বিতীয় ম্যাচেও রানের পসরা সাজিয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টি আইনে ১৭ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৯।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন