নিউজিল্যান্ড সফরে টাইগারদের সবচেয়ে বড় আক্ষেপের জায়গা ফিল্ডিং। যেকারণে প্রথম জয়ের সম্ভাবনা থাকলেও ফিল্ডারদের বাজে ফিল্ডিংয়ে পাওয়া হয়নি জয়ের দেখা। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এসে সেই আক্ষেপটা যেন মেটালেন পেসার তাসকিন আহমেদ। অসাধারণ এক ক্যাচ নিয়ে যেন মাহমুদউল্লাহদের জানিয়ে দিলেন, ‘অনেকে হয়েছে এবার এভাবেই ক্যাচ ধরতে হবে।’
নেপিয়ারে টসে হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন, তবে তাসকিন আহমেদের করা চতুর্থ ওভারে চড়াও হন আগের ম্যাচে ডাক মারা ফিন অ্যালেন। প্রথম বলে মাটের বাহিরে বল পাঠালেও দ্বিতীয় বলে ক্যাচ তুলে দেন অ্যালেন, তবে সেটি নিতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। মনে হচ্ছিল যেন সেই আগের শুরু।
দলীয় ৩ রানে কিউইদের প্রথম উইকেটের পতন ঘটলে খানিক পর আবারও ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। ১৮ বলে ২১ রান করা মার্টিন গাপটিলের দুর্দান্ত ক্যাচ নেন তাসকিন আহমেদ। পরের ওভারে এসে ডেভন কনওয়েকে সাজঘরের পথ ধরান পেসার শরিফুল ইসলাম। ৯ বল মোকাবেলায় কনওয়ের ব্যাট থেকে আসে ১৫ রান।
মার্ক চ্যাপম্যানকে নিয়ে অবশ্য দলের রানের চাকা সচল রাখেন গ্লেন ফিলিপস। ইনিংসের ১২.২ ওভার খেলা হলে হানা দেয় বৃষ্টি। বৃষ্টির পর আবারও ঘুরে দাঁড়ায় কিউইরা। চ্যাপম্যানকে শেখ মেহেদি হাসান প্যাভিলিয়নে পাঠালেও ২৭ বলে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক হাঁকান ফিলিপস।
শেষের দিকে আরও আগ্রাসী ব্যাট চালান ফিলিপস। ড্যারেল মিচেলকে সাথে নিয়ে বড় জুটি গড়ে দলের সংগ্রহ বাড়াতে থাকেন এই ব্যাটসম্যান। ইনিংসের ১৮তম ওভারে এসে কিউইদের সংগ্রহ যখন ৫ উইকেটে ১৭৩ রান তখন আবারও ম্যাচে বৃষ্টি হানা দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত আছেন মিচেল এবং ৩১ বলে ৫৮ রানে অপরাজিত আছেন ফিলিপস।তবে যদি বৃষ্টির কারণে বাঁকি ২.১ ওভারের খেলা না হয় তাহলে ১৭৩ রানের পরিবর্তে অন্তত ২০ রান বাড়িয়ে টার্গেট দেয়া হবে বাংলাদেশকে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন