ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে অংশ নিতে দেশ ছাড়ছেন মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলার জন্য কাটার মাস্টারের আইপিএল যাত্রার দিনক্ষণও চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে।
বাংলাদেশ থেকে আইপিএলের ১৪তম আসরে খেলার সুযোগ হয়েছে দুইজন ক্রিকেটারের। সাকিব আল হাসানকে দলে নিয়েছে তার পুরনো টিম কলকাতা নাইট রাইডার্স। গত আসরে খেলতে না পারা মুস্তাফিজুর রহমানকে নিলাম থেকে ভিত্তিমূল্যে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।
সাকিব আল হাসানের অনাপত্তিপত্র নিয়ে নানা ধরনের নাটকীয়তার সৃষ্টি হলেও মুস্তাফিজকে অনাপত্তিপত্র দেয়ার জন্য কোনো প্রকার বাড়তি হ্যাপা সামাল দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে মুস্তাফিজের এনওসি দেয়া হয়েছে আইপিএলের জন্য।
আইপিএল খেলতে যাবার কারনে মুস্তাফিজ আসন্ন শ্রীলঙ্কা সফরে দেশের জার্সিতে টেস্ট খেলতে পারছেন না। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশ নেয়ার সময় মুস্তাফিজ জানিয়েছিলেন যদি লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে দলে রাখা হয় তাহলে তিনি আইপিএল খেলতে যাবেন না।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে না পারলেও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের সাথে দিবেন মুস্তাফিজুর রহমান।
এদিকে চলমান নিউজিল্যান্ড সিরিজের পাঠ চুকিয়ে বাংলাদেশ দল দেশে ফিরবে আগামী ৪ এপ্রিল। ৪ এপ্রিল পুরো দলের সাথে দেশে ফিরবেন মুস্তাফিজও। তবে দেশে ফিরে কোনো প্রকার বিরতি না দিয়ে ওই দিনই আবার ভারতের উদ্দেশে রওয়ানা হবেন এই পেসার। এরপর এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পরই দলের সাথে পুরোপুরিভাবে যোগ দিবেন মুস্তাফিজুর রহমান।
আইপিএলের ১৪তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৯ এপ্রিল থেকে। তবে মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস নিজের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ১২ এপ্রিল। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের আইপিএল যাত্রা শুরু করতে যাচ্ছে মুস্তাফিজের দল। রাজস্থান থেকে ইতোমধ্যে ইংলিশ পেসার জোফরা আর্চার ছিটকে যাওয়াতে একাদশে মুস্তাফিজ হতে পারেন নিয়মিত সদস্য।
এক নজরে দেখে নেয়া যাক পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে কেমন হতে পারে রাজস্থানের একাদশ
জস বাটলার, মানন ভোহরা, বেন স্টোকস, সাঞ্জু স্যামসন, ডেভিড মিলার/ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, শিভাম দুবে, চেতন শাকারিয়া, রায়ান পরাগ, জয়দেব উনাদকাট, ইয়াশভি জিসওয়াল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন