শিরোনাম

প্রচ্ছদ /   ভোর ৪ ও সকাল ৭ টার পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল যখন মাঠে নামছে বাংলাদেশ

ভোর ৪ ও সকাল ৭ টার পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল যখন মাঠে নামছে বাংলাদেশ

Avatar

সোমবার, মার্চ ২৯, ২০২১

প্রিন্ট করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল দুপুর ১২ টায় মুখোমুখি হবে বাংলাদেশ। ইতিমধ্যেই গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জি টিভি এবং টি স্পোর্টস।

প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ দল হেরেছে ৬৬ রানের বিশাল ব্যবধানে। দুই অভিষিক্ত ক্রিকেটার নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের মধ্যে বল হাতে নাসুম দুর্দান্ত পারফর্ম করতে পারলেও ব্যর্থ ছিলেন শরিফুল। ফলে অভিজ্ঞ তাসকিন আহমেদকে দেখা যেতে পারে স্কোয়াডে।

অন্যদিকে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম প্রথম ম্যাচে ছিলেন না একাদশে। প্রথমে আঙুলের চোটে পড়া মুশফিক আবারও পড়েছেন কাধের ইনজুরিতে। ফলে প্রথম ম্যাচে তাকে না পাওয়া গেলেও দ্বিতীয় ম্যাচে পাবার যে আশা করা হয়েছিল তা আর হচ্ছে না। অর্থাৎ গোটা টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুশফিকের। তার একাদশে না থাকার কারনে হয়তো দলে একজন বাড়তি ব্যাটসম্যান দেখা যাবে।

দলের আরেক সিনিয়র ক্রিকেটার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টি-টোয়েন্টি সিরিজে ছিলেন ছুটিতে। সেই ছুটি কাটিয়ে পরবর্তী সিরিজে হয়তো ফিরবেন তামিম। তামিমের বদলে লিটন দাসের সঙ্গী হিসেবে থাকছেন নাইম ইসলামই।

টাইগারদের ব্যাটিং অর্ডারে ব্যর্থ ছিলেন সৌম্য সরকার। ওয়ানডে সিরিজে টানা ব্যর্থ হওয়া সৌম্য সরকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ছিলেন ব্যর্থ। ফলে তাকে তিন নম্বর অবস্থান থেকে সরিয়ে নেয়া হতে পারে নাজমুল হোসেন শান্তকে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যর্থ হলেও শান্তকে নিয়ে হয়তো পরখ করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। কেননা সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ টুর্নামেন্টে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানো সহ শান্ত রান করেছেন ৩০০ এর কাছাকাছি।

কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩০ই মার্চ বাংলাদেশ দল মাঠে নামবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামলেও দ্বিতীয় ম্যাচের সময়টাতে এসেছে পরিবর্তন। নিউজিল্যান্ডের মাটিতে কখনও জিততে না পারা বাংলাদেশ নেপিয়ারে মঙ্গলবার আবারও মাঠে নামবে। সময়ের পরিবর্তনের সাথে টাইগারদের ভাগ্যের পরিবর্তন ঘটে কিনা সেটাই এখন দেখার বিষয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন