পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
গত বিশ্বকাপ জয়ের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে লম্বা সময় ধরে দূরে রয়েছে বয়সভিত্তিক ক্রিকেটে খেলা এই তরুণ ক্রিকেটাররা। করোনার কারনে ক্রিকেটে স্থবিরতা নেমে আসার পর হাতে গোনা কয়েকজন খেলেছিলেন বঙ্গবন্ধু টি-২০ কাপ টুর্নামেন্ট।
এরপর সম্প্রতি আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে বেশকিছু ক্রিকেটার খেলার সুযোগ পেয়ছিলেন। বিশ্বকাপের পর নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার জন্য যাবার কথা ছিল ভারতে। তবে ভারতে করোনার প্রকোপ বৃদ্ধি পাবার কারনে শেষ পর্যন্ত আফগানদের বিপক্ষে সিরিজটি স্থগিত করা হয়।
এই ফাঁকা সময়টাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে। আগামী ১২ই এপ্রিল বাংলাদেশের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ ও ৫টি ওয়ানডে ম্যাচ খেলার জন্য বাংলাদেশে পা রাখবে পাকিস্তানের তরুণরা।
এই সিরিজকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে অধিনায়ক করা হয়েছে প্রান্তিক নওরোজকে।
এক নজরে দেখে এন্যা যাক পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নরোরোজ নাবিল (অধিনায়ক), সাকিব শাহরিয়ার, এসএম মেহেরাব হোসেন, এইচ মোল্লা, তাওহিদুল ইসলাম ফেরদৌস(কিপার), নাঈমুর রহমান, গোলাম কিবরিয়া, নাইমুর রহমান নয়ন, শামসুল ইসলাম আপন, শায়ান আহমেদ চৌধুরী, মোহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, বায়জিদ মিয়া রোমান, আশিকুর জামান, আরিফ আহমেদ অনিক।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের সূচি
এপ্রিল ১৯-২২ : একমাত্র চারদিনের ম্যাচ।
এপ্রিল ২৬ – ১ম ওয়ানডে, সিলেট।
এপ্রিল ২৮ – ২য় ওয়ানডে, সিলেট।
এপ্রিল ৩০ – ৩য় ওয়ানডে, সিলেট।
৩ মে – ৪র্থ ওয়ানডে, মিরপুর।
৫ মে – ৫ম ওয়ানডে, মিরপুর।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন