শিরোনাম

প্রচ্ছদ /   একনজরে দেখেনিন আইপিএলে সাকিবের কলকাতার সব গুলো ম্যাচের চূড়ান্ত সূচী

একনজরে দেখেনিন আইপিএলে সাকিবের কলকাতার সব গুলো ম্যাচের চূড়ান্ত সূচী

Avatar

সোমবার, মার্চ ২৯, ২০২১

প্রিন্ট করুন

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের ১৪তম আসর। সফলভাবে ১৩টি আসর শেষ করার পর নতুন আসরকে ঘিরে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইপিএলের ১৩তম আসরে খেলা হয়নি সাকিব আল হাসানের। আইসিসির নিষেধাজ্ঞায় থাকার কারনে গত আসরে খেলা হয়নি তার। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে আগামী আসরের জন্য দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয়া কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘ সময় মাঠ মাতাতে দেখা গিয়েছিল সাকিবকে।

মাঝখানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেললেও পুরনো ডেরায় ফিরেছেন সাকিব। ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্সদের সাথে মাঠে নামবেন সাকিবও। আইপিএলে খেলতে ইতিমধ্যে দেশ ছেড়েছেন বলেও জানা গেছে।

কলকাতা নাইট রাইডার্স আগামী এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ১১ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও একই প্রতিপক্ষের বিপক্ষে সাকিবরা মাঠে নামবেন ২১ মে।

এক নজরে দেখে নেয়া যাক আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সূচি

ম্যাচ ক্রমিক তারিখ ভেন্যু ম্যাচ ম্যাচ শুরু (বাংলাদেশ সময় অনুযায়ী)
১১ এপ্রিল চেন্নাই হায়দরাবাদ বনাম কলকাতা রাত ৮টা
১৩ এপ্রিল চেন্নাই কলকাতা বনাম মুম্বাই রাত ৮টা
১০ ১৮ এপ্রিল চেন্নাই ব্যাঙ্গালোর বনাম কলকাতা বিকাল ৪টা
১৫ ২১ এপ্রিল মুম্বাই কলকাতা বনাম চেন্নাই রাত ৮টা
১৮ ২৪ এপ্রিল মুম্বাই রাজস্থান বনাম কলকাতা রাত ৮টা
২১ ২৬ এপ্রিল আহমেদাবাদ পাঞ্জাব বনাম কলকাতা রাত ৮টা
২৫ ২৯ এপ্রিল আহমেদাবাদ দিল্লী বনাম কলকাতা রাত ৮টা
৩০ ৩ মে আহমেদাবাদ কলকাতা বনাম ব্যাঙ্গালোর রাত ৮টা
৩৫ ৮ মে আহমেদাবাদ কলকাতা বনাম দিল্লী বিকাল ৪টা
৩৯ ১০ মে ব্যাঙ্গালোর মুম্বাই বনাম কলকাতা রাত ৮টা
৪১ ১২ মে ব্যাঙ্গালোর চেন্নাই বনাম কলকাতা রাত ৮টা
৪৫ ১৫ মে ব্যাঙ্গালোর কলকাতা বনাম পাঞ্জাব রাত ৮টা
৪৯ ১৮ মে ব্যাঙ্গালোর কলকাতা বনাম রাজস্থান রাত ৮টা
৫২ ২১ মে ব্যাঙ্গালোর কলকাতা বনাম হায়দরাবাদ বিকাল ৪টা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন