শিরোনাম

প্রচ্ছদ /   ৬ ৬ ৬ ৬ ৬ ৬ ছয় বলে ছয় ছক্কা মেরে বিশ্বরেকর্ড গড়লেন থিসারা পেরেরা

৬ ৬ ৬ ৬ ৬ ৬ ছয় বলে ছয় ছক্কা মেরে বিশ্বরেকর্ড গড়লেন থিসারা পেরেরা

Avatar

সোমবার, মার্চ ২৯, ২০২১

প্রিন্ট করুন

এবার ছয় বলে ৬টি ছক্কা মেরে রেকর্ড বইয়ে নাম লেখালেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। নতুন করে রেকর্ড বইয়ে নাম লেখানোর পাশাপাশি লঙ্কান ক্রিকেটার হিসেবে সবচেয়ে দ্রুত অর্ধশতক হাআনোর তালিকায় দ্বিতীয় স্থান দখলে নিয়েছেন তিনি।

ক্রিকেটে রেকর্ড তৈরি হবে আবার তা কিছুদিন পর ভাঙবে এটাই যেন সাধারণ নিয়ম। কখনও ব্যাটসম্যান আবার কখনও বোলার দুই দিক থেকেই রেকর্ড বই ভারি করতে পারেন ক্রিকেটাররা। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৬ বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরন পোলার্ড। তবে এবার শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা গড়লেন ছয় বলে ছয়টি ছক্কা মারার রেকর্ড।

শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটের লিস্ট-এ মর্যাদা পাওয়া একটি টুর্নামেন্টে এমন কীর্তি গড়েছেন পেরেরা। মেজর ক্লাবস লিমিটেড ওভার ক্রিকেট টুর্নামেন্টে ছক্কা মারার এই রেকর্ড গড়েন তিনি। এই ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ৫২ রানের টর্নেডো ইনিংস।

ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এদিন শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন পেরেরা। ইনিংসের ৪১তম ও শেষ ওভারে দিলহান কুরে যখন বল করতে আসেন তখনই তার উপর দিয়ে তাণ্ডব চালান পেরেরা। ওই ওভারে ৬টি ছক্কা খাওয়া দিলহানের ৪ ওভারে সর্বমোট খরচ হয় ৭৩ রান।

এদিকে স্বীকৃত ক্রিকেটে লঙ্কান ক্রিকেটার হিসেবে দ্বিতিয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়েন পেরেরা। এর আগে এর আগে কৌশল্য ভিরারত্নে ১২ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন।

গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, রস হুইটলি, হজরতউল্লাহ জাজাই, লিও কার্টার ও কায়রন পোলার্ড স্বীকৃত ক্রিকেটে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছিলেন। এছাড়া বাংলাদেশী ক্রিকেটার নাইম ইসলামও স্বীকৃত ক্রিকেটে এই রেকর্ড গড়েছিলেন। লিস্ট-এ ক্রিকেটে মোহামেডানের হয় ছয় বলে ছয়টি ছক্কা হাঁকানো একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হলেন নাইম ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন