শিরোনাম

প্রচ্ছদ /   ব্যাট হাতে বিশ্বসেরা ইনিংস রেকর্ড স্যাম কুরানের গড়লেন নতুন ইতিহাস

ব্যাট হাতে বিশ্বসেরা ইনিংস রেকর্ড স্যাম কুরানের গড়লেন নতুন ইতিহাস

Avatar

রবিবার, মার্চ ২৮, ২০২১

প্রিন্ট করুন

স্যাম কুরানের ব্যাটিং ঝড়ের পর শ্বাসরুদ্ধকর ম্যাচে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। ব্যাট হাতে অপ্রতিরুদ্ধ ছিলেন স্যাম কারান, তবে শেষ রক্ষা হয়নি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ভারত। ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পায় টিম ইন্ডিয়া। উদ্বোধনী জুটিতে দুই ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও রোহিত শর্মা মিলে স্কোরবোর্ডে যোগ করেন ১০৩ রান। এই জুটিতে ছেঁদ পড়ে আদিল রশিদের বলে ৩৭ রান করা রোহিত শর্মা ফিরলে।

ব্যাট হাতে অবশ্য সুবিধা করতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। ধাওয়ান ৬৭ রানে সাজঘরে ফিরে যাবার পর তাণ্ডব চালান রিশাব পান্ত ও হার্দিক পান্ডিয়া। ৬২ বলে ৭৮ রান করা পান্ত প্যাভিলিয়নে ফিরে যাবার পর খানিক বিরতিতে ফিরেন পান্ডিয়াও। পান্ডিয়ার ব্যাট থেকে আসে ৬৪ রান।

শেষের দিকে ক্রুনাল পান্ডিয়ার ধীর গতির ২৫ এবং শারদুল ঠাকুরের ২১ বলে ৩০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারের ১০ বল বাকি থাকতে সব কয়টি উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া সংগ্রহ করে ৩২৯ রান।

৩৩০ রানের পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধারাবাহিক বিরতিতে উইকেট বিলাতে থাকে ইংল্যান্ড। দলীয় ১৪, ২৮ ও ৬৮ রানে দলের তিন টপ অর্ডার ব্যাটসম্যান জেসন রয়, জনি বেয়ারস্টো এবং বেন স্টোকসকে হারিয়ে বিপদে পড়ে ইংলিশরা।

দলীয় ৯৫ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেব জেসন রয়কে হারালে ইংলিশদের ত্রাতা হয়ে আসেন ডেভিড মালা। প্রথম দিকে দলের বিপর্যয় সামলে হাল ধরা ডেভিড মালান ব্যক্তিগত ৫০ রানে ফিরে গেলে মিডল অর্ডারের বাকি ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২৫৭ রানে ৮ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।

দলের এই ধ্বংসযজ্ঞ অবস্থা থেকে আবারও দলকে জয়ের আশা দেখান স্যাম কুরান। দলকে শেষ ওভার পর্যন্ত টেনে নিলে শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন হয় ১৪ রান। শেষ ওভারের প্রথম বলে মার্ক উড রানআউটে কাটা পড়লে শেষ পর্যন্ত এই ওভারে ৫ রানের বেশি নিতে পারেনি ইনল্যান্ড দল। ফলে টিম ইন্ডিয়ার কাছে তারা হার বরণ করে নেয় ৭ রানে। স্যাম কুরান ৮৩ বল মোকাবেলায় অপরাজিত ছিলেন ৯৫ রানে।

এই জয়ের মধ্য দিয়েই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন