ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) নিজ দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দেয়ার উদ্দেশে আজ(শনিবার) সকাল আনুমানিক সাড়ে ৯টায় সময় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটারদের দেশে-বিদেশে আসা-যাওয়ার বিষয়গুলোতে লজিস্টিক সাপোর্ট দেয়া ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান পারিবারিক কারনে ছুটি নিয়েছিলেন চলমান নিউজিল্যান্ড সিরিজ থেকে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সবগুলো ম্যাচ খেলতে পারেননি ইনজুরিতে থাকার কারনে।
অন্যদিকে আগামী এপ্রিল মাসে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাবে তাদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলার জন্য। প্রথমদিকে ওই সিরিজে সাকিবের খেলার কথা থাকলেও আইপিএলে খেলার জন্য বোর্ডের কাছে ছুটি আবেদন করেন তিনি। সাকিবের ছুটি সাথে সাথে মঞ্জুরও করে নিয়েছিল বোর্ড! তবে বিপত্তি বাধে একটি সাক্ষাৎকারে বোর্ড কর্তাদের নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্যের পর!
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৯ এপ্রিল মাঠে গড়ালেও সাকিব আল হাসানের দল কলকাতা মাঠে নামবে তার পুরনো দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ১১ এপ্রিল। হায়দ্রাবাদকে মোকাবেলা করার জন্য কেমন হতে পারে কলকাতার একাদশ সেটা এবার দেখে নেয়া যাক।
দলের অধিনায়কত্ব থাকছে ইংলিশ ক্রিকেটার ইয়ন মরগানের হাতে। ওপেনিং পজিশনে ব্যাট হাতে দেখা যেতে পারে রাহুল ত্রিপাঠি ও শুবম্যান গিলকে। গত আসরে জুটি বেধে শুরুতে দলের রানের গতি বাড়াতে বেশ কার্যকর ছিলেন এই দুই ব্যাটসম্যান।
টপ অর্ডারে কলকাতার আরেক শক্তি সুনীল নারাইনকে দেখা যেতে পারে তিন নম্বরে। বিদেশি কোটার বাকি দুই ক্রিকেটার হতে পারেন প্যাট কামিন্স এবং সাকিব আল হাসান। তবে সাকিবকে দলে নিলে হয়তো একাদশ থেকে বাইরে রাখতে পারে সুনীল নারাইনকে।
বোলিং বিভাগে প্রশিদ কৃষ্ণা, শিভাম মাভিদের নিয়ে বোলিং বিভাগেও শক্ত লড়াইয়ের আভাস দিচ্ছে কলকাতা।
এক নজরে দেখে নেয়া যাক প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য সেরা একাদশ
ইয়ন মরগান, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল, রাহুল ত্রিপাঠি, শুবম্যান গিল, দীনেশ কার্তিক, নিতিশ রানা, প্রশিধ কৃষ্ণা, শিভাম মাভি, কুলদিপ যাদব।
সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ১১ এপ্রিল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন