নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের অসহায় আত্মসমর্পণ দেখেছে সবাই।সে ম্যাচে বাংলাদেশ দল কিউইদের কাছে হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।তবে এক ট্রেন্ট বোল্টের কাছেই পরাস্ত হয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যানরা। তার সুইং সামাল দিতে নাকানিচুবানি খেতে হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের।তব এতো কিছুর পরও বাংলাদেশ দল ঘুরে দাড়াতে মরিয়া। আর সেই জন্যই ২য় ওয়ানডেতে পরিবর্তন আসতে পারে টাইগার একাদশে।
ব্যাটিংয়ের অধিনায়ক তামিম ইকবালের সাথে থাকছেন লিটন কুমার দাশ।ওপেনার হিসেবে বিকল্প হিসেবে আর কেউ নেই।ওপেনিংয়ে তামিম, লিটনের শুরুর পর তিন নম্বর পজিশনে আসতে পারে পরিবর্তন। বারবার তিন নম্বর পজিশন নিয়ে সমস্যায় পরতে হয়ছে বাংলাদেশ কে।যে পজিশন আগে সাকিব আল হাসান খেলেছেন বিগতে কয়েক বছর ধরে তবে দলের প্রয়োজনে সে যায়গা ছেড়েছেন তিনি।কিন্তু এখনো বাংলাদেশ তিন নম্বর পজিশনের জন্য একজন মানানসই ক্রিকেটার খুজে পায়নি।সে জন্য কখনো নাজমুল শান্ত এবং এখন সব শেষ সৌম্য সরকার।বরাবরের মতো এবারই তিনি ব্যর্থ।নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রান করে তাকে সাজঘরে ফিরতে হয়েছে।
তবে সৌম্যকে একাদশে রাখার যুক্তি হিসেবে অধিনায়ক তামিম যুক্তি দিয়েছেন দলের একজন বাড়তি পেইসারের সুবিধা পেতেই। তবে ২য় ওয়ানডেতে দলে তিনজন জেনুইন পেইসার থাকার পর তিন নম্বর পজিশনে সৌম্যের বদলে দলে সুযোগ মিলতে পারে নাজমুল হাসান শান্তর।
অন্যদিকে বোলিং বিভাগেও আসতে পারে পরিবর্তন। টাইগারদের পেস বোলিং বিভাগে প্রথম ম্যাচে ল্যাজেগোবরে অবস্থা ছিল তরুণ পেসার হাসান মাহমুদের। মাত্র ৪.২ ওভার বল করে এই পেসার ব্যয় করেছেন ৪৯ রান। তাসকিন আহমেদ কিংবা মুস্তাফিজুর রহমান কিছুটা কম খরুচে থাকলেও হাসান হতাশ করেছেন টিম ম্যানেজমেন্টকে।
একাদশে হাসানের পরিবর্তে একাদশে যুক্ত হতে পারে রুবেল হোসেনের নাম। প্রস্তুতি ম্যাচে রুবেল হোসেন একাই নিয়েছিলেন ৪টি উইকেট। সেই সাথে নিউজিল্যান্ডের মাটিতে বল করার ভালো অভিজ্ঞতা রয়েছে ডানহাতি এই পেসারের। তাই বিকল্প হিসেবে থাকতে পারেন তিনি।
এক নজরে দেখে নেয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন