শিরোনাম

প্রচ্ছদ /   নিউজিল্যান্ডে হারের কারণে রেগে গিয়ে যাদেরকে সরাসরি দোষালেন তাসকিন

নিউজিল্যান্ডে হারের কারণে রেগে গিয়ে যাদেরকে সরাসরি দোষালেন তাসকিন

Avatar

শনিবার, মার্চ ২০, ২০২১

প্রিন্ট করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের বিশাল বড় পরাজয়ের কারন ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরম্যান্স। কিউই বোলারদের সামনে দাড়াতেই পারেনি টাইগার ব্যাটসম্যানরা। মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম কিছুটা চেষ্টা চালালেও সেটা যে প্রয়োজনের তুলনায় অপ্রতুল তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রথম ইনিংসে বাংলাদেশ দল করেছে মাত্র ১৩১ রান। একদিনের ফরম্যাটে যেকোনো দলের জন্য ১৩১ রান তাড়া করে জেতা মামুলি ব্যাপারই বটে। টাইগারদের ব্যাটিং ব্যর্থতার কথা বাদ দিয়ে বোলারদের দিকে তাকালে অবশ্য কিছুটা সন্তোষজনক পারফরম্যান্স করেছেন তা বলাই যায়। স্বল্প রানের মধ্যে বোলিং করে এরচেয়ে বেশি আর কিই বা করা যায়।

প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে হতাশাজনক পরাজয়ের পর পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন ব্যাটসম্যানদের পারফরম্যান্সের কথা। তার মতে অন্তত ২৬০-২৭০ রান করতে পারলে হয়তো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটা করা যেত বল হাতে।

তাসকিন বলেন, ‘’আমরা ব্যাট হাতে ভালো শুরু করতে পারিনি। ২৬০-২৭০ রান করলে ভিন্ন চিত্র হতে পারত। কিন্তু ততটা ভালো ব্যাটিং আমরা করতে পারিনি। এই রান করে কিছুই করার নেই আসলে। ২৬০-২৭০ রান করলে আমরা ভালো লড়াই করতে পারতাম।‘’

নিউজিল্যান্ডের কঠোর কোয়ারেন্টিন ইস্যুর কারনে বাংলাদেশ দল বেশ আগেভাগেই সেখানে পৌঁছেছিল প্রস্তুতি নেয়ার জন্য। সময় নিয়ে প্রস্তুতিটাও সেরে নিয়েছিল গোটা দলই। তবে তাসকিন এটাও মানছেন নিজেদের মাটিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দল কিউইরা।

তাসকিনের ভাষ্য, ‘’আমাদের বোলাররা ভালো প্রস্তুতি নিয়েছিল। এখানে পৌঁছানোর পর কোয়ারেন্টিন শেষেও ভালো প্রস্তুতি করেছি। বাকি ম্যাচগুলোর জন্য ভালো করার আশা রাখতে পারি। নিউজিল্যান্ডে ভালো করা সবসময়ই কঠিন। নিউজিল্যান্ডে বিশ্বের অন্যতম সেরা দল, বিশেষ করে ঘরে মাটিতে।‘’

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দল তাদের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। ইতিহাস বদলাতে টাইগাররা সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আগামী ২৩ই মার্চ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন