বাংলাদেশ দলের চলমান নিউজিল্যান্ড সিরিজ থেকে সাকিব আল হাসান ছুটি নিয়েছেন পারিবারিক কারনে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল দুই ম্যাচের যে টেস্ট সিরিজে অংশ নিবে সেই সিরিজ থেকেও ছুটি নিয়েছেন আইপিএল খেলার জন্য। জাতীয় দল রেখে আইপিএল খেলতে ছুটি নেয়া সাকিবকে ঘিরে তাই বিতর্ক শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই।
তবে সব বিতর্কের জবাব দিয়েছেন এই অলরাউন্ডার। অনলাইনভিত্তিক ক্রিকেটবিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকফ্রেঞ্জি লাইভে এসে সাকিব জানিয়েছেন আগামী টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতেই টেস্ট সিরিজ রেখে আইপিএল খেলতে যাচ্ছেন তিনি।
সাকিব বলেন, ‘’বড় ভাবে দেখলে আইপিএল খেলে নিজেকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। এই কারণেই এই সিদ্ধান্ত নেয়া। আমি যখন বিসিবিকে চিঠি দিয়েছি তখন তারা চিঠিটা পরেনি। আমার চিঠিতে লেখা ছিল না যে আমি এই সময় টেস্ট খেলব না। আমি টেস্ট খেলব না এটা চিঠিতে উল্লেখ করা নেই।‘’
গত বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হলে সাকিব থাকতেন দলের সাথেই। নিষেধাজ্ঞা কাটিয়ে লঙ্কানদের বিপক্ষে সিরিজ দিয়েই মাঠে ফেরার কথা থাকলেও কোয়ারেন্টিন জটিলতায় শেষ পর্যন্ত তা স্থগিত হয়েছিল। সাকিব জানালেন টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটা ম্যাচ জিততে পারলেও বাংলাদেশ দল যেহেতু ফাইনাল খেলতে পারবে না তাই বিশ্বকাপের প্রস্তুতিই বেছে নিয়েছেন তিনি।
সাকিব আরও বলেন, ‘’দেখুন আসলে আমরা যদি শ্রীলঙ্কার সঙ্গে সময় মতো খেলতাম তাহলে এই পরিস্থিতি আসত না। আগেই সিরিজ হয়ে যেত। করোনার কারণে তা হয়নি। এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, আমরা তলানিতে আছি। দুইটা ম্যাচ খেললে যদি জিতিও আমরা ফাইনাল খেলব তা না। আর ৬-৭টা ম্যাচ আমাকে ছাড়াই খেলেছে। এগুলা খেলোয়াড় তৈরির সুযোগ। তরুণরা সুযোগ পাবে। এছাড়া বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে যেটা অনেক বড় ইভেন্ট।‘’
প্রসঙ্গত, আইপিএলের ১৪তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ৯ এপ্রিল থেকে। ফলে কোয়ারেন্টিন থাকা সহ সাকিব হয়তো ঢাকা ছাড়তে পারেন অন্তত ১ সপ্তাহ আগে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন