কেন উইলিয়ামসনের পর ইনজুরিতে পড়েছেন নিউজিল্যান্ডের আরও এক তারকা ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দলের বাইরে থাকতে হচ্ছে নতুন করে আরও এক ব্যাটসম্যানকে, স্কোয়াডে নেয়া হচ্ছে বিকল্প ক্রিকেটার।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২০ই মার্চ মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে অনুশীলন করছিল গোটা নিউজিল্যান্ড দল। তবে অনুশীলনের সময় চোট পেয়েছেন নিউল্যান্ডের অন্ততম নির্ভরযোগ্য ব্যাটসম্যান রস টেলর।
রবিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে ওয়েলিংটন ফায়ারবার্ডসের বিপক্ষে সেন্ট্রাল স্ট্যাগের প্লাঙ্কেট শিল্ডের জয়ের দিনে ফিল্ডিং করার সময় চট বাধিয়েছেন টেলর। ইনজুরিতে পড়ার কারনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে থাকতে পারছেন না টেলর। কিউই কোচ অবশ্য জানিয়েছেন প্রথম ম্যাচে তাকে না পাওয়া গেলেও দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাওয়া যেতে পারে দলে।
দ্বিতীয় ম্যাচে রস টেলরকে পাওয়ার আশা প্রকাশ করে কিউই কোচ গ্যারি স্টিভ বলেন, ‘’সিরিজের শুরুর পূর্বে এই ঘটনাটি ঘটানো রসের পক্ষে লজ্জার বিষয়। এটি একটি ছোট চোট এবং কিছুটা বিশ্রাম এবং পুনর্বাসনের পরে আশাবাদী আমরা তাকে ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে ফিট হিসেবে পাবো।‘’
টেলরের ইনজুরিতে পড়ার পর কপাল খুলেছে এক তরুণ ব্যাটসম্যানের। বিকল্প হিসেবে মার্ক চ্যাপম্যানকে দলে নিউছে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। চ্যাপম্যানকে দলে নেয়ার প্রসঙ্গে কিউই হেড কোচ আরও বলেন, ‘’টি-টোয়েন্টি দলের হয়ে সম্প্রতি উপস্থিত হয়ে ভাল পারফর্ম করেছেন এমন কি এটা মার্কের জন্য এটি একটি ভাল সময়, তাই আমাদের সম্পূর্ণ আস্থা আছে সে কাজটি করতে পারবে।”
প্রসঙ্গত, বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ২০ই মার্চ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে আগামী ২৩ই মার্চ। এরপর তৃতীয় ম্যাচে দুই দল মুখোমুখি হবে আগামী ২৬ই মার্চ। ওয়ানডে সিরিজের পাঠ চুকিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-২০ সিরিজে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন