আইসিসি টি-২০ র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। দীর্ঘ সময় ধরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ম্যাচ না খেললেও টাইগারদের উন্নতি হয়েছে আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের টি-২০ র্যাংকিং হালনাগাদ করেছে আজ (১০ই মার্চ)। যেখানে টি-২০ ক্রিকেটের পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে বাংলাদেশেরও নিচে। বাংলাদেশ দল উঠে এসেছে ৭ নম্বরে।
২২৯ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা বাংলাদেশের নিচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে পয়েন্টের দিক থেকে টাইগারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ক্যারিবিয়ানরা। ক্যারিবিয়ানদের বর্তমান রেটিং পয়েন্ট ২২৮।
অন্যদিকে আইসিসির টি-২০ র্যাংকিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড দল। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছে অজিরা। ফলে র্যাংকিংয়ে অস্ট্রেলিয়া দলের অবনমন হয়েছে একধাপ। অজিদের পেছনে ফেলে দুই নম্বরে উঠে গেছে ভারত। আর অজিরা বর্তমানে অবস্থান করছেন তালিকার তিন নম্বরে।
২৬০ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে পাকিস্তান দল। তাদের চেয়ে ৭ পয়েন্ট কম অর্থাৎ ২৫৩ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড দল। দক্ষিণ আফ্রিকা রয়েছে নিউজিল্যান্ডের পরের স্থান ষষ্ঠ নম্বরে। প্রোটিয়াদের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ২৫১।
দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশ দলের রেটিং পয়েন্টের ফারাক বেশ খানিকটা হলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে টাইগাররা।
অন্যদিকে ব্যাটিং বোলিং এবং অলরাউন্ডার র্যাংকিংয়েও হালনাগাদ এনেছে আইসিসি। টি-২০ সেরা ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সবার উপরে রয়েছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ভালো করার পর সেরা ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে অ্যারোন ফিঞ্চ উঠে এসেছেন তালিকার দুই নম্বরে।
বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে টি-২০ ক্রিকেটে সবার উপরে রয়েছেন লিটন কুমার দাস। আইসিসি টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় লিটন দাসের বর্তমান অবস্থান ২২ নম্বরে। বোলিং বিভাগে বাংলাদেশীদের মধ্যে সবার উপরে রয়েছেন সাকিব আল হাসান। আইসিসি টি-২০ র্যাংকিংয়ে সাকিবের বর্তমান অবস্থান এখন ২০ নম্বরে। এছাড়া অলরাউন্ডার র্যাংকিংয়েও সাকিব রয়েছেন ২ নম্বরে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন