শিরোনাম

প্রচ্ছদ /   শুরু হচ্ছে নতুন টি-২০ প্রিমিয়ার লীগ দলে সুযোগ পাচ্ছে যারা

শুরু হচ্ছে নতুন টি-২০ প্রিমিয়ার লীগ দলে সুযোগ পাচ্ছে যারা

Avatar

মঙ্গলবার, মার্চ ৯, ২০২১

প্রিন্ট করুন

মহামারী করোনা ভাইরাসের প্রকোপে দেশের ক্রিকেট ছিল থমকে। লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও দেশের ঘরোয়া ক্রিকেট এখনও মাঠে গড়ায়নি। তবে নতুন খবর হল এবার প্রিমিয়ার লিগ মাঠে গড়াতে যাচ্ছে। তবে সেটা ওয়ানডে ফরম্যাটে নয়, টি-২০ ফরম্যাটে আয়োজন করার ভাবনায় সিসিডিএম কমিটি।

ঢাকা মেট্রপলিশ (সিসিডিএম) সভাপতি কাজী ইনাম আহমেদ জানিয়েছেন ওয়ানডে এবং টি-২০ ফরম্যাটে আয়োজন করা হবে প্রিমিয়ার লিগ। এক্ষেত্রে আগে টি-২০ ফরম্যাটের লিগ আয়োজন করা হবে বলে জানান তিনি।

কাজী ইনাম গণমাধ্যমকে বলেন, ‘’মে-জুন মাসে আমরা প্রিমিয়ার লিগের একটা উইন্ডো দেখছি। হয়তো দুই পার্টে করতে হবে। সে ক্ষেত্রে আমাদের কিছুটা কনসিডার করতে হতে পারে। সেটি ফরম্যাটও হতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগে এর আগেও আমরা ওয়ানডে টুর্নামেন্ট করে, পরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট করেছি। এবার যদি এমন হয় আমাদের যথেষ্ট সময় নেই কিংবা ভেন্যু পাওয়া যাচ্ছে না, সে ক্ষেত্রে হয়তো আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে লিগ আয়োজন করবো।‘’

টি-২০ ফরম্যাটে প্রিমিয়ার লিগ আয়োজনের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘’যদিও এই বিষয়টি এখনো আলাপ আলোচনার মধ্যে আছে। ক্লাবগুলোর সঙ্গে আগে বসতে হবে। সবগুলো ক্লাবের মতামত আগে আমরা নিবো। এরপর বোর্ডেরও একটা দিক নির্দেশনা আছে। সবকিছু মিলিয়ে আমরা নির্দিষ্ট পরিকল্পনায় যেতে পারবো।‘’

সাধারণত জাতীয় দলের সিরিজ থাকলে ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটের আসরে অংশ নিতে পারেন না। যে ক্লাবগুলোর অধীনে খেলে থাকেন ক্রিকেটাররা সেই ক্লাবগুলো তাই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বটে। তবে কাজী ইনাম জানালেন ক্লাবগুলোর সাথে আলোচনা করেই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

তার ভাষ্য, ‘’সবকিছু মিলিয়ে চিন্তা করেছি, আমাদের এমন একটা সময় বের করতে হবে যেন তাতে আমরা জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারি। কেননা জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গেও ক্লাবগুলোর চুক্তি গত বছর হয়ে গেছে। ক্লাবগুলোও কিছু পেমেন্ট ক্রিকেটারদের করে ফেলেছে। সে বিষয়টা আমরা ক্লাবগুলোর সঙ্গে বসে আলাপ করবো।‘’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন