শিরোনাম

প্রচ্ছদ /   ব্যাট হাতে ঝড় তুলে দলে একাদশে আশরাফুল পেলেন নতুন সুখবর

ব্যাট হাতে ঝড় তুলে দলে একাদশে আশরাফুল পেলেন নতুন সুখবর

Avatar

সোমবার, মার্চ ৮, ২০২১

প্রিন্ট করুন

ব্যাট হাতে আবারও মাঠে নেমে ঝড় তোললেন মোহাম্মদ আশরাফুল। মাগুরা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে ব্যাট হাতে বড় স্কোর গড়ে নতুন করে একটি সুখবরও পেলেন এক সময় জাতীয় দলের অধিনায়কত্ব করা আশরাফুল।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে আশরাফুলের অনুপস্থিতি ছিল দীর্ঘ সময়ের। করোনার মধ্যেই আয়োজিত হওয়া প্রেসিডেন্টস কাপে কোনো দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। তবে এরপর টি-২০ ফরম্যাটের বঙ্গবন্ধু টি-২০ কাপ টুর্নামেন্টে তাকে দলে নিয়েছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী।

রাজশাহীর হয়েও খুব বেশি রানের দেখা পাননি তিনি। সেই সাথে সেমি ফাইনালের আগে একমাত্র দল হিসেবে বাদও পড়েছিল আশরাফুলের দল। তবে এরপর থেমে থাকেননি মোহাম্মদ আশরাফুল। মাগুরা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে নেমেই ঝড় তুলেছেন তিনি।

সদ্য সমাপ্ত মাগুরা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে বীর মুক্তিযোদ্ধা শহীদ আসাদুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল স্কাই হার্ট ক্রিকেট ক্লাব এবং বাবুল স্মৃতি সংঘ। এদিন আশরাফুল মাঠে নেমেছিলেন স্কাই হার্টের হয়ে।

স্কাই হার্টের জার্সিতে মাঠে নেমে অবশ্য হতাশ করেননি তিনি। আবারও নিজের ব্যাটের ঝাঁঝ দেখিয়েছেন আশরাফুল। ৪১ বল মোকাবেলায় তার ব্যাট থেকে সেদিন এসেছিল ৫০ রানের গুরুত্বপূর্ন ইনিংসটি। যেখানে ৬টি বাউন্ডারির মারও ছিল। এই ৫০ রান করার পর ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

অন্যদিকে ময়মনসিংহে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ১০০ বলের টুর্নামেন্টেও অংশ নিয়েছিলেন আশরাফুল। দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও ব্যাটে-বলে পারফরম্যান্স করেছিলেন ঠিকই। সেই পারফরম্যান্সের খাতিরে এবার আরও একটি নতুন টুর্নামেন্টে আইকন ক্রিকেটার হিসেবে নির্বাচিত করা হয়েছে আশরাফুলকে।

১০ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ‘ঢাকা চ্যাম্পিয়ন্স ট্রফি’ টুর্নামেন্ট। ৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিবেন ঢাকা জেলার ক্রিকেটাররা। জাতীয় দল মাতানো আরাফাত সানি, শামসুর রহমান, মার্শাল আইয়ুবদের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি। ৫ দিন ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে ১৫ মার্চ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন