আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে লড়ছে বাংলাদেশ ইমার্জিং দল। আইরিশদের দেয়া ২৬৪ রানের টার্গেটে ব্যাট করছে টাইগাররা।
আইরিশদের দেয়া ২৬৪ রানের জবাবে ব্যাট করতে নেম বাংলাদেশ ইমার্জিং দলের দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম স্কোরবোর্ডে যোগ করেছেন ৪৪ রান। এই জুটিতে ছেঁদ পড়ে ইনিংসের অষ্টম ওভারে তানজিদ ফিরে গেলে।
রুহান প্রেটরিয়াসের বলে গেরেথ ডেলানির হাতে ক্যাচ দিয়ে তানজিদ যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন তখন তার নামের পাশে রয়েছে ১৮ বলে ১৭ রান।
এরপর তিনে নামা মাহমুদুল হাসান জয়ের সাথে জুটি বেধে দলের রান এগিয়ে নিচ্ছেন অধিনায়ক সাইফ হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ১৭ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭৭ রান। ৩৪ রানে অপরাজিত আছেন সাইফ হাসান এবং মাহমুদুল অপরাজিত আছেন ১৮ রানে।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় আইরিশরা। উদ্বোধনী জুটিতে ৮৮ রান যোগ করার পর ৪১ রান করা জেমস ম্যাককালামকে সাজঘরে ফেরত পাঠান সুমন খান।
এরপর আরেক ওপেনার রুহান প্রেটোরিয়াস স্টিফেন ডোহেনির সাথে মিলে আবারও বড় জুটি গড়েন। ডোহেনি ব্যক্তিগত ৩৭ রানে সাজঘরে ফিরে গেলেও ব্যাট হাতে সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন প্রেটোরিয়াস। তবে স্পিনার রকিবুল হাসানের বলে বোল্ড হয়ে প্রেটরিয়াস সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থেকে সাজঘরে ফিরে যান।
শেষের দিকে হ্যারি টেক্টর শেন গেটকেট এবং গেরেথ ডেলানির ছোট ছোট সংগ্রহে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে আইরিশরা নিজেদের সংগ্রহ নিয়ে যায় ২৬৩ রানে।
বল হাতে এদিন বাংলাদেশের হয়ে ৫১ রান খরচায় সুমন খান ২টি, ৩৯ রান খরচায় রকিবুল হাসান ২টি, ৬২ রানের বিনময়ে মুকিদুল ইসলাম ১টি এবং ৫৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন শফিকুল ইসলাম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন