অবশেষে ঘোষণা করা হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর শুরুর তারিখ। আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার তারিখও ভেবে রেখেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
করোনা অতিমারীর কারণে আইপিএল এর ১৩ তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল ভারতের বাইরে। কিন্তু আইপিএল এর ১৪ তম সংস্করণ ভারতেই করার প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে ১৪ তম সংস্করণ শুরু হবার তারিখ। এবং ফাইনাল ম্যাচের তারিখও।
১৩ তম আসর আরব আমিরসাহিতে বেশ সফল ভাবে শেষ হলেও ১৪ তম সংস্করণ অনুষ্ঠিত হবে ভারতেই। তেমনি ভেবে রেখেছেন আইপিএল গভর্নিং কাউন্সিল।
আইপিএল ঘোষণার সময় ই বলা হয়েছলেছিল এপ্রিল মাসে শুরু হবে আইপিএল। কিন্তু একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী এপ্রিলের ৯ তারিখ শুরু হচ্ছে প্রথম ম্যাচ। এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ এ মে। তেমনটাই জানা গেছে এই সংবাদমাধ্যম থেকে।
আইপিএল গভর্নিং কাউন্সিলের ওই কর্তা জানিয়েছেন ‘’আইপিএল কোথায় হবে, সে বিষয়ে যে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সেই বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। প্রস্তাব অনুযায়ী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল এবং ৩০ মে হবে ফাইনাল।‘’
প্রাথমিক ভাবে কোভিডি পরিস্থিতির জন্য জানানো হয়েছিল আইএসএল এর ধাঁচে একটি মাত্র শহরেই অনুষ্ঠিত হবে আইপিএল এর সমস্ত ম্যাচ। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি থেকে কিছুটা সরে এসেছে বোর্ডের কর্তারা। তারা চাইছে একটির বদলে অন্তত ৪ টি শহর জুড়ে ম্যাচ আয়োজন করতে চাইছে। যার মধ্যে কলকাতা,মুম্বাই,চেন্নাই ও হায়দ্রাবাদের কথা ভাবা হয়েছে। এখনো পর্যন্ত এই ৪ টি শহর জুড়েই ম্যাচ করার পরিকল্পনা করা হয়েছে।
প্রসঙ্গত, এবছর অর্থাৎ আইপিএল এর ১৪ তম সংস্করণে বাংলাদেশের দুই নামকরা প্লেয়ার সাকিব ও মুস্তাফিজ সুযোগ পেয়েছেন আইপিএল খেলার। সাকিব ফিরেছেন তার পুরোনো টিম অর্থাৎ যে টিমে থেকে সে চ্যাম্পিয়ন করেছিলেন সেই কলকাতা নাইট রাইডার্স এ। আর মুস্তাফিজ গেছেন রাজস্থান রয়্যালস এ। ইতিমধ্যেই সাকিব বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছেন। কাজেই প্র্যাকটিস শুরু হলেই সাকিব হয়তো চলে আসবে। আর মুস্তাফিজ সোজাসুজি জানিয়েছেন তার কাছে আইপিএল এর থেকে দেশ আগে। কাজেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি থাকলে দেশের হয়েই খেলবেন তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন