শিরোনাম

প্রচ্ছদ /   ৬ ৬ ৬ ৬ ৬ ৬ এক ওভারেই ৬ ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পোলার্ড

৬ ৬ ৬ ৬ ৬ ৬ এক ওভারেই ৬ ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পোলার্ড

Avatar

বৃহস্পতিবার, মার্চ ৪, ২০২১

প্রিন্ট করুন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে এক ওভারের সবকয়টি বলে ছক্কা মেরে নতুন বিশ্বরেকর্ডের জন্ম দিয়েছেন ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড। টি-২০ ক্রিকেটে এতদিন এক ওভারে ৬টি ছক্কা মারার রেকর্ড কেবলমাত্র দখলে ছিল সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের। তবে সেই রেকর্ডে নতুন করে ভাগ বসালেন পোলার্ড।

ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই টস হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ইনিংসের শুরুতেই ওপেনার দানুশকা গুনাথিলাকাকে হারায় শ্রীলঙ্কা। এরপর নিরোশান ডিকভেলা ও পাথুম নিশানকা মিলে দলের রানের গতি কিছুটা বাড়াতে থাকেন। ডিকভেলা ৩৩ রানে ও পাথুম ব্যক্তিগত ৩৯ রানে সাজঘরে ফিরলে দলের স্কোর বড় করার মত রান করতে পারেননি কেউই। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রানের পুঁজি পায় লঙ্কানরা।

১৩২ রানের জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ অবশ্য শুরুটা করেছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতে ৫২ রান তোলার পর ইনিংসের চতুর্থ ওভারে এসে বল হাতে আগুন ঝরান আকিলা ধনঞ্জয়া।

আকিলা ধনঞ্জয়া ব্যক্তিগত ওভারের দ্বিতীয় বলে তুলে নেন ১০ বলে ২৮ রান করা এভিন লুইসের উইকেট। ওভারের তৃতীয় বলে ধনঞ্জয়ার শিকারে পরিণত হয় তিনে নামা ক্রিস গেইল। কোনো রান না করেই সাজঘরে ফিরেছিলেন গেইল। ঠিক পরের বলেই এবার ধনঞ্জয়ার শিকার হন নিকোলাস পুরানও। পুরানকে ফিরিয়ে দিয়ে আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে ১৪তম হ্যাটট্রিকের রেকর্ড হয়ে যায়। যেখানে ১৪তম বোলার হিসেবে রইলেন ধনঞ্জয়া।

ধনঞ্জয়ার হ্যাটট্রিকের পর ম্যাচের নাটকীয়তা আরও গভীর হয়। নিজের স্পেলের পরের ওভার করতে এসে কাইরন পোলার্ডের তোপের মুখে পড়েন ধনঞ্জয়া। এক ওভারের ছয়টি বলকেই ছক্কা হাঁকিয়ে টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকানোর রেকর্ডে যুবরাজ সিংয়ের পাশে নাম লেখান পোলার্ড।

১১ বল মোকাবেলায় ৩৮ রান করা পোলার্ড সাজঘরে ফিরলেও মাত্র ১৩.১ ওভারেই ৬ উইকেট হারিয়ে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২৪ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন জেসন হোল্ডার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন