শিরোনাম

প্রচ্ছদ /   ৬ ৬ ৬ ৬ ৬ ৬ পিএসএলে ব্যাট হাতে বিশ্বসেরা ইনিংস খেললেন ডেভিড ওয়াইজ গড়লেন নতুন রেকর্ড

৬ ৬ ৬ ৬ ৬ ৬ পিএসএলে ব্যাট হাতে বিশ্বসেরা ইনিংস খেললেন ডেভিড ওয়াইজ গড়লেন নতুন রেকর্ড

Avatar

সোমবার, মার্চ ১, ২০২১

প্রিন্ট করুন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম ম্যাচে এবার ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন ডেভিড ওয়াইজ। মাত্র ৯ বল মোকাবেলায় ৩১ রান করে দলকে জয় এনে দেন এই অলরাউন্ডার।

পাকিস্তান সুপার লিগের ১১তম ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি করাচি কিংস। দুই ওপেনার শারজিল খান ও বাবর আজম মিলে উদ্বোধনী জুটিতে মাত্র ২০ রান যোগ করার পর ব্যক্তিগত ৫ রানে সাজঘরে ফিরেন বাবর।

জো ক্লার্ক কিংবা কলিন ইনগ্রাম কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। তবে মোহাম্মদ নবির সাথে জুটি বেধে দলের রানের চাকা সচল রেখেছিলেন শারজিল খান। দলীয় ১১৩ রানে ৩৯ বলে ৬৪ রান করা শারজিল ডেভিড ওয়াইজের বলে ক্যাচ আউট হলে ক্রিজে আসেন ডেনিয়েল ক্রিস্টিয়ান।

শেষের দিকে নবির ৩৫ বলে ৫৭ এবং ক্রিস্টিয়ানের ১৪ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারয়ে ১৮৯ রানের বড় পুঁজি পায় করাচি।

১৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাহোর কালান্দার্স। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারিয়ে বসে লাহোর।

ওপেনার ফখর জামানের সাথে মোহাম্মদ হাফিজ ছোট জুটি গড়লেও তা দীর্ঘস্থায়ী হয়নি হাফিজ ব্যক্তিগত ১৫ রানে ফিরে গেলে। বেন ডানকের সাথে জুটি বেধে অবশ্য দলকে জয়ের আশা দেখান ফখর।

বেন ডানকের সাথে ফখর জামানের ১১৯ রানের জুটি লাহোরকে জয়ের ভিত গড়ে দেয়। ফখর জামান ৫৪ বল মোকাবেলায় ৮৪ রান করে আউট হয়ে গেলে ব্যাট হাতে তাণ্ডব চালান ডেভিড ওয়াইজ। মাত্র ৯ বল মোকাবেলায় ৩১ রান করে দলকে ৬ উইকেটের জয় এনে দেন ওয়াইজ। ৩টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে এই ৩১ রান করে অপরাজিত থাকেন ওয়াইজ। এছাড়া ডানক অপরাজিত ছিলেন ৪৩ বলে ৫৭ রান করে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন