আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি ও অবনতি দুটোই হয়েছে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে। নতুন করে প্রকাশিত সেই র্যাংকিংয়ে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে রয়েছেন মুশফিকুর রহিম।
আইসিসির সেরা ওয়ানডে ব্যাটসম্যানের তালিকায় মুশফিকুর রহিম অবস্থান করছেন ১৫ নম্বরে। ৭১০ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের পরেই রয়েছে মুশফিকের অবস্থান। তবে গাপটিলকে ছাড়িয়ে যেতে না পারলেও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে ছাড়িয়ে গেছেন ঠিকই। মুশফিকের পরের অবস্থান ১৬ নম্বরে আছেন স্মিথ।
দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল রয়েছেন র্যাংকিংয়ের ২২ নম্বর অবস্থানে। গ্লেন ম্যাক্সওয়েল ও পল স্টার্লিং থেকে মাত্র ১ রেটিং পয়েন্ট কম অর্থাৎ ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে তামিমের অবস্থান এখন ২২ নম্বরে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচ না খেলতে পারলেও সাকিব আল হাসানের অবস্থান সেরা ব্যাটসম্যানদের তালিকার ২৪ নম্বরে। ৬৬৯ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব পেছনে ফেলেছেন ইয়ন মরগান, জস বাটলার কিংবা বেন স্টোকসদের মত ক্রিকেটারদের।
বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪২ নম্বরে অবস্থান করছেন লিটন কুমার দাস। ৫৫৬ রেটিং পয়েন্ট নিয়ে ৪৬ নম্বরে সৌম্য সরকার, ৫৫২ রেটিং পয়েন্ট নিয়ে ৪৯ নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ, ৪৫০ রেটিং পয়েন্ট নিয়ে ৮৩ নম্বরে সাব্বির রহমান এবং সেরা ১০০ ব্যাটসম্যানের তালিকার ৯২ নম্বরে রয়েছেন মোহাম্মদ মিঠুন। মিঠুনের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৪১৭।
এছাড়া আইসিসির সেরা ওয়ানডে ব্যাটসম্যানের তালিকায় ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন টিম ইন্ডিয়ার কাপ্তান বিরাট কোহলি। তারই স্বদেশী রোহিত শর্মা ৮৪২ রেটিং পয়েন্ট নিয়ে আছেন তালিকার দুই নম্বরে। পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম ৮৩৭ রেটিং পয়েন্ট নিয়ে আছেন টেবিলের তিন নম্বর অবস্থানে। সেরা ৫ ব্যাটসম্যানের তালিকার বাকি দুইজন হলেন রস টেলর ও অ্যারোন ফিঞ্চ। এই দুই ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট যথাক্রমে ৮১৮ ও ৭৯১।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন