দেশের ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তানভীর ইসলাম নামের ২৪ বছর বয়সী এক স্পিনার। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের জার্সিতে খেলতে নামা তানভীর ইসলাম একাই দখলে নিয়েছেন ১৩ উইকেট।
আয়ারুল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দল একমাত্র চারদিনের আনঅফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছিল সাগরিকায়। প্রথম ইনিংসে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড দল নিজেদের রান ১৫১ এর বেশি টেনে নিয়ে যেতে পারেনি তানভীর ইসলামের বোলিং তোপে পড়ে।
আইরিশদের প্রথম ইনিংসে প্রথম উইকেটটি দখলে নেন তানভীর। জেমস ম্যাককালামকে এলবিডব্লিউইয়ের ফাঁদে ফেলেন এই বাঁহাতি স্পিনার। এরপর এক উইকেট বিরতি দিয়ে আবারও তানভীর তুলে নেন নিজের দ্বিতীয় শিকার সেট ব্যাটসম্যান হ্যারি টেক্টরকে। এই ইনিংসের শেষের দিকে এসে লোয়ার মিডল অর্ডারে কোনো ব্যাটসম্যানকেই সুযোগ দেননি তানভীর। নিচের সারির তিন ব্যাটসম্যানকে তুলে নিয়ে প্রথম ইনিংসেই নেন ৫টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে আইরিশদের বিপক্ষে যেন আরও আগ্রাসী হয়ে ওঠেন তানভীর। ম্যাচের দ্বিতীয় দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসে খেলতে নামা আয়ারল্যান্ডের ব্যাটিং অর্ডারে আবারও ধস নামান তানভীর। মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারানো আইরিশদের ৩ জনকেই তুলে নেন এই স্পিনার।
তৃতীয় দিনে এসে অবশ্য আয়ারল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল প্রথম সেশনে। কোনো প্রকার উইকেট না হারিয়ে প্রথম সেশন পার করলেও হ্যারি টেক্টর ও কার্টিস চেম্ফারের জুটি বিচ্ছিন্ন করেছিলেন সাইফ হাসান। তবে এর পরের গল্পটা কেবলই তানভীরময়। হ্যারি টেক্টর থেকে শুরু করে নিচের সারির লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, গেরেথ ডেলানি এবং গ্রাহাম হোমকে সাজঘরে ফেরত পাঠিয়ে এক ম্যাচেই ১৩ উইকেট নেয়ার অন্যন কীর্তি গড়েন তানভীর ইসলাম। সেই সাথে ম্যাচসেরার পুরষ্কারটাও নিজের দখলে নিয়েছেন এই স্পিনার।
বরিশালের ক্রিকেটার তানভীর ইসলাম দেশের ক্রিকেটে কিছুটা অপরিচিত নাম হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলেছেন খুলনা টাইটান্সের হয়ে। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত মুখ এই বাঁহাতি অফস্পিনার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন