চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে লড়াই করে হেরেছে আয়ারল্যান্ড ‘এ’ দল।আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে ম্যাচ জিতেছে বাংলাংলাদেশ ইমার্জিং দল। সাইফ হাসানের নেতৃত্বে থাকা টাইগাররা ম্যাচের তিনদিন পার হবার আগেই ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় দিনে আইরিশরা শেষ বেলায় হারিয়েছিল ৪ উইকেট। স্কোরবোর্ডে মাত্র ৩৫ রান তুলতেই ৪ উইকেট হারানো আয়ারল্যান্ড অবশ্য ঘুরে দাঁড়িয়েছে তৃতীয় দিনের শুরু থেকেই।
তৃতীয় দিনের প্রথম সেশনে কোনো প্রকার উইকেট না দিয়েই ম্যাচে টিকে ছিল দুই আইরিশ ব্যাটসম্যান হ্যারি টেক্টর এবং কার্টিন চেম্ফার। প্রথম ইনিংসে টাইগারদের পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছিলেন তানভীর ইসলাম। একাই ৫ উইকেট নিয়েই আইরিশ ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দিয়েছিলেন এই বোলার। তার সাথে পার্ট টাইম বোলার সাইফ হাসান ও এবাদতরা মিলে ম্যাচের প্রথম দিনই অলআউট করেছিল আয়ারল্যান্ডকে।
২য় ইনিংসেও বাংলাদেশের হয়ে তানভীর ইসলাম একাই নিয়েছেন ৮টি উইকেট। এছাড়া দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১টি উইকেট নিয়েছেন এবাদত হোসেন। আগের ইনিংসে এবাদত নিজের ঝুলিতে পুরেছিলেন ২টি উইকেট।
এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের করা ১৫১ রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশ দল সংগ্রহ করে ৩১৩ রান। ব্যাট হাতে টাইগার একাদশের হয়ে অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছিলেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম এবং মাহমুদুল হাসান জয়। এছাড়া দুর্দান্ত ব্যাট করা ইয়াসির আলি ছিলেন অপ্রতিরোধ্য।
এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ৯২ রানের ইনিংস। বাকিরা যখন ফিফটি হাঁকাতে পারেননি অল্পের জন্য সেখানে নার্ভাস নাইন্টিতে এসে সাজঘরে ফিরে গিয়েছিলেন ইয়াসির আলি।
ম্যাচের এখনও একদিন বাকি থাকলেও জয়ের পাল্লাটা এখন পর্যন্ত ভারি রয়েছে বাংলাদেশ দলের পক্ষেই। কেননা আজের দিনের আরও বাকি থাকা দুই সেশনে যদি আইরিশদের বাটিং স্তম্ভ ভেঙে দেয়া যায় তাহলে হয়ত স্বল্প রানের লক্ষ্য বাংলাদেশের সামনে দাঁড়াবে জেতার জন্য।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন