শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশের বিশ্বসেরা ইনিংসে লন্ডভন্ড আয়ারল্যান্ড দেখেনিন দিন শেষে সর্বশেষ স্কোর

বাংলাদেশের বিশ্বসেরা ইনিংসে লন্ডভন্ড আয়ারল্যান্ড দেখেনিন দিন শেষে সর্বশেষ স্কোর

Avatar

শনিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২১

প্রিন্ট করুন

বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে একমাত্র চারদিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড ‘এ’ দল। প্রথম ইনিংসে বাংলাদেশ দলের বড় লিডের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে আইরিশ ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়াচ্ছেন টাইগার বোলাররা।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের চেয়ে ৭০ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন সাইফ হাসান ও ৮ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন মাহমুদুল হাসান জয়।

তবে মিডল অর্ডারে তৌহিদ হৃদয় ও ইয়াসির আলি জুটি গড়ে দলের রান এগিয়ে নিতে থাকেন। ব্যক্তিগত ৩৬ রানে তৌহিদ হৃদয় ফিরে গেলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ইয়াসির। অল্পের জন্য অবশ্য সেঞ্চুরি মিস করেন ইয়াসির। এই ব্যাটসম্যান নার্ভাস নাইন্টিতে এসে ৯২ রান করে জোনাথন গেরেথের বলে সাজঘরে ফিরেন।

নিচের সারির বাকি ব্যাটসম্যানরা অবশ্য এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ফলে প্রথম ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ৩১৩ রানে। আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে তাই টাইগারদের লিড দাঁড়ায় ১৬২ রানের।

জবাবে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আইরিশরা। একের পর এক উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডকে বড় বিপদে ফেলেন টাইগার বোলাররা। দলীয় মাত্র ৪ রানে ওপেনার জেমস ম্যাককালামকে প্যাভিলিয়নে ফেরত পাঠান এবাদত হোসেন। আগের ইনিংসে ৫ উইকেট নেয়া তানভীর ইসলাম দ্বিতীয় আঘাত হানেন আইরিশ শিবিরে।

স্টেফেন ডেলানি বিপর্যয় সামাল দিয়ে লড়াই করতে চেয়েছিলেন। তবে তার ইনিংসও ২০ রানের বেশি লম্বা হতে দেননি তানভীর। এছাড়া জোনাথন গেরেথকেও কোনো রান করার আগেই আউট করে দেন তানভীর।

দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড সংগ্রহ করেছে ৪ উইকেট হারিয়ে ৩৫ রান। ফলে আয়ারল্যান্ড বাংলাদেশ থেকে এখনও পিছিয়ে আছে ১২৭ রানে। তৃতীয় দিনের শুরুতেই যদি আইরিশদের সব কয়টি উইকেট তুলে নেয়া যায় তাহলে হয়ত ইনিংস ব্যবধানেই ম্যাচটি জিততে পারে টাইগাররা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন