শিরোনাম

প্রচ্ছদ /   টাইগারদের আগুন ঝড়া ব্যাটিং এ আয়ারল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ

টাইগারদের আগুন ঝড়া ব্যাটিং এ আয়ারল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ

Avatar

শনিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২১

প্রিন্ট করুন

আমন্ত্রিত আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র চারদিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে লড়াই করে চলেছে বাংলাদেশ দল। ম্যাচের প্রথম দিনের শেষে বাংলাদেশ দল পিছিয়ে ছিল ৭০ রান।এরপর সেখান থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ইমার্জিং দলের দুই ব্যাটসম্যান সাইফ হাসান ও মাহমুদুল হাসান রীতিমতো আয়ারল্যান্ড এর বোলার দের হাফ ধরিয়ে দিচ্ছেন।

দ্বিতীয় দিনের শুরু থেকেই ব্যাট হাতে আগ্রাসী খেলা খেলতে দেখা যায় অধিনায়ক সাইফ হাসানকে। গতকাল দিনের শেষে তার ব্যাক্তিগত রান ছিল ২২।গতকালের পর অপরাজিত থাকা সাইফ আজকের প্রথম সেশনে আইরিশ বোলারদের আর কোনো সুযোগই দেননি। এছাড়াও অধিনায়ক সাইফের সাথে থাকা আরেক ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ও আইরিশ বোলার দের কোনো রকম গুরুত্ব না দিয়েই নিজের ছন্দে খেলে যাচ্ছেন।

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী (প্রতিবেদন লেখার সময়) ৩৩ ওভারের শেষে বাংলাদেশ দল ১ উইকেট হারিয়ে করেছে ১১২ রান। ব্যাটসম্যান মাহমুদুল অপরাজিত আছেন ২৮ রানে এবং অধিনায়ক সাইফ হাসান অপরাজিত আছেন ৪৩ রানে।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ১৫১ রান করে তাদের প্রথম ইনিংস শেষ করে,এর জবাবে খেলতে নেমে ওপেনিং জুটিতে অধিনায়ক সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম মিলে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ করেন ৫০ রান। এই ওপেনিং জুটি ভেঙে দেন আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর। ৩৯ বলে ৪১ রানের দ্রুত গতির ইনিংস খেলার পর তামিম টেক্টরের বলে পিটার চেজের হাত্র ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়ন এ ফিরে যান।

প্রথম দিনের এরপরের বাকি সময়টা আর কোনো বিপদ ঘটতে দেখা যায়নি। অধিনায়ক সাইফ হাসান ও মাহমুদুদল হাসান জয় আর কোনো ভুল করেন নি। এই দুই ব্যাটসম্যান মিলে প্রথম দিন শেষ করেন দলের রান সংখ্যা ৮১ রান সংগ্রহ করে। বাংলাদেশ ইমার্জিং দল প্রথম দিনের শেষে আয়ারল্যান্ডের থেকে পিছিয়ে ছিল মাত্র ৭০ রানে।

প্রথম দিনের ম্যাচের শুরুটা অবশ্য বেশ আশা জাগিয়ে শুরু করেছিল আয়ারল্যান্ড। তবে টাইগার বোলার তানভীর ইসলামের ৫ উইকেট সংগ্রহ ও বিদ্ধংসী বোলিং এর সামনে আয়ারল্যান্ড দল স্কোর খুব বেশি বড় করতে পারেনি। প্রথম ইনিংসে এই সহজ লক্ষ্যের জবাবেই ব্যাট করছে বাংলাদেশ দল।উল্লেখ্য, আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের এই ম্যাচ শেষ করার পর বাংলাদেশ দল আইরিশদের বিপক্ষে ৫টি একদিনের ম্যাচ খেলবে। এরপর ২টি টি-২০ ম্যাচের সিরিজেও অংশ নিবে সাইফ বাহিনী ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন