শিরোনাম

প্রচ্ছদ /   নেই শান্ত নিউজিল্যান্ডের মাটিতে ১ম ম্যাচের একাদশ সাজাচ্ছে বিসিবি কপাল পুরছে যাদের

নেই শান্ত নিউজিল্যান্ডের মাটিতে ১ম ম্যাচের একাদশ সাজাচ্ছে বিসিবি কপাল পুরছে যাদের

Avatar

শুক্রবার, ফেব্রুয়ারী ২৬, ২০২১

প্রিন্ট করুন

কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ দল ইতোমধ্যে পৌঁছেছে ক্রাইস্টচার্চে। দেশটির সরকারের বেধে দেয়া নিয়ম অনুযায়ী আগামী ১৫ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিন ম্যাচ ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের পাঠ চুকিয়ে ২০ সদস্যের বহর নিয়ে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। ঢাকা ছাড়ার পূর্বে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন সিরিজ জয়ের আকাঙ্ক্ষার কথা। জানাতে যে হবেই! নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এখনও যে কোনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশ দলের।

কিউইদের মাঠে তারা নিজেরা যে কতটা বিধ্বংসী সেটা জানতে হলে হয়ত খুব বেশি ক্রিকেটোবোদ্ধা হবার প্রয়োজন নেই। তবে সাকিববিহীন বাংলাদেশ দল লড়াই কতটা করতে পারবে সেই ভাবনা যখন দেশের ক্রিকেটভক্তদের মনে তখন টাইগারদের হেড রাসেল ডোমিঙ্গো জানালেন ইতিহাস রচনা করতে চান নিউজিল্যান্ড সিরিজে।

এখন পর্যন্ত উইলিয়ামসনদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ দল। সিরিজ জয়ের প্রত্যয় জানানোর পাশাপাশি হেড কোচ জানালেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের হতাশার কথাও।

ডোমিঙ্গো বলেন, ‘’দলের পারফরম্যান্সে সবাই হতাশ হয়েছি। আমরা জানি প্রথম টেস্টের, চারদিন পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। পঞ্চম দিনে কিছু ভুল সিদ্ধান্তে হাতছাড়া হয় টেস্টটি। দ্বিতীয় টেস্টে আমরা মোটেও ভালো খেলেনি। টেস্টে যেভাবে হেরেছে, কোচিং স্টাফদের সেটি মেনে নিতে কষ্ট হয়েছে। সামনে নিউজিল্যান্ডে আমাদের সুযোগ আসছে এমন কিছু করার যেটা আগে কখনো বাংলাদেশ করেনি এবং সেটি সিরিজ জেতা। নিউজিল্যান্ডের কন্ডিশনে জিততে হলে সেরাটাই দিতে হবে। কঠিন এক সফর অপেক্ষা করছে।‘’

ক্যারিবিয়ান সিরিজে হারের ক্ষত শুকানোর আগেই টাইগাররা নিউজিল্যান্ডে পাড়ি জমালেও কোচ জানালেন এখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনেকটা পেশাদার। তাই ক্যারিবিয়ান সিরিজ কেবল থাকবে অতীতের খাতায়।

হেড কোচ আরও বলেন, ‘’ছেলেরা সবাই এখানে পেশাদার। তারা জানে তাদের কি করতে হবে। তারা এটাও ভালো করে দুই সপ্তাহের মধ্যেই লাল-সবুজের রঙিন জার্সি পরে আবারো মাঠে নেমে যেতে হবে। ভবিষ্যৎ নিয়ে তাঁদের মাইন্ড এবং ফোকাস যথেষ্ট পরিস্কার, অতীত নিয়ে নয়।‘’

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এবং সমান সংখ্যক ম্যাচের একটি টি-২০ সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল দেশ ছেড়েছে ইতোমধ্যেই। সেখানে ১৫ দিন কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করবে টাইগাররা।

এক নজরে দেখে নেয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন