শিরোনাম

প্রচ্ছদ /   ৬ ৬ ৬ ৬ ৬ ৬ পিএসএলে ব্যাট হাতে তাণ্ডব চালালেন রিজওয়ান

৬ ৬ ৬ ৬ ৬ ৬ পিএসএলে ব্যাট হাতে তাণ্ডব চালালেন রিজওয়ান

Avatar

শুক্রবার, ফেব্রুয়ারী ২৬, ২০২১

প্রিন্ট করুন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে দলকে জয় এনে দিলেন মুলতান সুলতান্সের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ৪৯ বলে ৭৬ রানের ইনিংস খেলা রিজওয়ান এই রান করতে খেলেন ১২টি চারের মার।

পাকিস্তান সুপার লিগের সপ্তম ম্যাচে মুখোমুখি হয় লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান্স। প্রথমে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স শুরুটা ভালো করতে পারেনি। দলীয় মাত্র ১৭ রানে দুই টপ অর্ডার ব্যাটসম্যান সোহাইল আখতার ও ফখর জামানকে হারালে দলের হাল ধরেন জো ডেনলি ও মোহাম্মদ হাফিজ।

দলীয় রান ১০৬ রান পর্যন্ত টেনে নেয়ার পর ২৯ বলে ৩১ রানের ধীর গতির ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন ডেনলি। তবে এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি বেন ডানক। মাত্র ১ রান করেই সাজঘরে ফিরে যান ডানক।

পরপর দুই ব্যাটসম্যানের বিদায়ের পর দলীয় ১২২ রানে হাফিজ যখন প্যাভিলিয়নে ফিরেন তখন তার নামের পাশে রয়েছে ৩৫ বল মোকাবেলায় ৫০ রান। শেষের দিকে সামিত প্যাটেল ও ডেভিড ওয়াইজের ছোট ছোট সংগ্রহে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে লাহোর।

১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১ রানেই ওপেনার ক্রিস লিনকে হারায় মুলতান সুলতান্স। সুবিধা করতে পারেনি তিন নম্বরে নামা জেমস ভিন্সও। তবে ব্যতিক্রম ছিলেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। শোয়েব মাকসুদকে সাথে নিয়ে লাহোরের বোলারদের উপর স্ট্রিমরোলার চালাতে থাকেন রিজওয়ান।

৪৯ বলে ৭৬ রান করা রিজওয়ান যখন সাজঘরে ফিরে যাচ্ছেন তখন মুলতান সুলতান্সের জয় অনেকটা এগিয়ে গিয়েছে। শেষের দিকে শোয়াব মাকসুদের ৪১ বলে ৬১ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে ইনিংসের ২৩ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় মুলতান সুলতান্স।

বল হাতে লাহোর কালান্দার্সের হয়ে শাহিন আফ্রিদি ২টি এবং সামিত প্যাটেল নেন ১টি করে উইকেট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন