আজ সকাল থেকেই চট্টগ্রামে শুরু হয়েছে চারদিনের আনঅফিসিয়াল এক টেস্ট ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল এবং আয়ারল্যান্ড এ দলের মধ্যে। একমাত্র চারদিনের এই ম্যাচে আয়ারল্যান্ড এ দলের বিরুদ্ধে দূর্দান্ত বল করে প্রথম দিনই ১৫১ রানে আইরিশদের অলআউট করে দেয়ার পর খুবই ভালো অবস্থায় ম্যাচে রয়েছে বাংলাদেশ এ দল।
এই ম্যাচের প্রথম ইনিংসে আইরিশ ক্রিকেটার দের করা ১৫১ রান তাড়া করতে নেমে নেমে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে অধিনায়ক সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম মিলে স্কোরবোর্ডে যোগ করেন মোট ৫০ রান। যদিও এই ওপেনিং জুটিতে বাধা হয়ে দাঁড়ান আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর।তানজিদ হাসান তামিম ৩৯ বলে ৪১ রানের এক দ্রুত গতির ইনিংস খেলার পর টেক্টরের বলে পিটার চেজের হাতে ক্যাচ দিয়ে বসেন এবং আউট হয়ে প্যাভিলিয়ন এ ফিরে যান।
এরপর দিনের বাকি সময়টায় যদিও আর অন্য কোনো বিপদ ঘটতে দেখা যায় নি।দিনের বাকি সময়টা অধিনায়ক সাইফ হাসান ও মাহমুদুদল হাসান জয় দিনের শেষ বল অবধি খেলে যান। এই দুই ব্যাটসম্যান মিলে প্রথম দিন যখন শেষ করেন তখন দলের স্কোর ৮১ রানে পৌঁছায়। বাংলাদেশ এ দল বর্তমানে আইরিশদের থেকে ৭০ রানে পিছিয়ে আছে।
অধিনায়ক সাইফ ব্যাট হাতে অপরাজিত আছেন ২২ রানে ও তার সাথে তামিম অপরাজিত আছেন ১৮ রানে।ম্যাচ শুরুর সময় প্রথম দিনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড ইমার্জিং দল।প্রথম ব্যাট করতে নামার পর তারা প্রথম সেশনে চার উইকেট হারিয়ে ফেলে,এরপর দ্বিতীয় সেশনে তারা আরও বিপদে পড়ে। দ্বিতীয় সেশনে পার্টটাইম বোলার সাইফ হাসান ২০ রান করা লোরকান টারকার কে প্যাভিলিয়নের পথ দেখান।
এরপর একের পর এক ব্যাটসম্যান আসেন কিন্তু বাংলাদেশের বোলার দের বোলিং এর সামনে দাঁড়াতে পারেননি কোনো আইরিশ ব্যাটসম্যান ই।আইরিশ অলরাউন্ডার মার্ক অ্যাডায়ারকে মাত্র ৯ রানেই সাজঘরে ফেরত পাঠান প্রথম সেশনে দুই উইকেট নেয়া তুখোড় বোলার তানভীর ইসলাম। এরপর গেরেথ ডেনালি ৫ রান করতে পারলেও জোনাথন গার্থ কোনো রান করার আগেই এবাদত হোসেনের বলে আউট হয়ে প্যাভিলিয়ন ফিরে যান।
চারদিনের এই ম্যাচে প্রথম দিনের দুই সেশন এবং তৃতীয় সেশনের শুরুর দিকেই সর্বমোট ১৫১ রানে সব কয়টি উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংস এর সমাপ্তি ঘটায় আয়ারল্যান্ড এ দল।বল হাতে আইরিশদের ক্রিকেটার দের একাই সাজঘরে পাঠাতে থাকেন তানভীর ইসলাম। বাংলাদেশের এই বোলার একাই নিজের দখলে নিয়েছেন ৫টি উইকেট। এছাড়াও বাংলাদেশ এ দলের হয়ে অধিনায়ক সাইফ হাসান ২টি, এবাদত হোসেন ২টি এবং খালেদ আহমেদ নিয়েছেন ১টি করে উইকেট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন